জানুন, আইবিএস যেসব কারণে হয়ে থাকে।

  • at ৫/১২/২০২২ ০১:০৫:০০ PM -
  • 0 comments
যে কোন রোগের ক্ষেত্রে  আপনাৱ যদি রোগের কারণ বা  উৎস সম্পর্কে জানা থাকে। তাহলে সেই রোগের চিকিৎসা, মেইনটেনেন্স,  মন থেকে হতাশা দূর করে আত্মবিশ্বাস  অর্জন করা সম্ভব হয়।  তাই জানার বিকল্প নেই।  আজকে আমরা জানবো যে সব কারনে আইবিএস হতে পারে।
আধুনিক চিকিৎসা বিজ্ঞান এখনো আইবিএস রোগের প্রাইমারি বা প্রাথমিক কারণ খুঁজে পায়নি। তবে সেকেন্ডারি অনেক বিষয় এ রোগ জন্ম দেওয়ার ক্ষেত্রে অনেকাংশে দায়ী বলে গবেষণায় পাওয়া যায়। এক্ষেত্রে একটা বিষয় সাধারণ মানুষের জানা থাকা দরকার। সেটি হলো- মানবদেহের নার্ভ সিগন্যাল ও হরমোন ব্যবহারের মাধ্যমে ইন্টেস্টাইন ও ব্রেইনের মধ্যে গভীর সংযোগ বিদ্যমান। ওই সিগন্যালগুলো বাউয়েল ফাংসান ও লক্ষণসমূহকে প্রভাবিত করে। মানুষ যখন প্রচণ্ড মানসিক চাপে থাকে তখন নার্ভগুলো অত্যন্ত একটিভ বা কর্মদীপ্ত হয়ে যায়। ফলে ইন্টেস্টাইন বা অন্ত্রসমূহ সংবেদনশীল হয়ে  বিভিন্ন সমস্যার সৃষ্টি করে।  

এ রোগের উল্লেখযোগ্য সেকেন্ডারি কারণসমূহ  হলো:
# মানসিক চাপ 
# বিভিন্ন খাদ্য হজম না হওয়া/এলার্জি 
# খাদ্যাভ্যাস হঠাৎ পরিবর্তন করা (অতিরিক্ত গরম কিংবা ঠাণ্ডা খাবার গ্রহণ) 
# অনিয়মিত খাদ্য সঠিক সময়ে গ্রহণ না করা
# দীর্ঘ সময় পেট খালি রাখা এবং গ্যাসে পরিপূর্ণ হওয়া
# পরিমিত ঘুম না হওয়া
# পর্যাপ্ত পানি পান না করা
#  হঠাৎ বড় কোনো মানসিক আঘাত, ভয় বা শোক
# নার্ভাস সিস্টেমের দুর্বলতা বা অটোনমিক নার্ভ সিস্টেম ঠিকমত কাজ না করলে বাউলের মুভমেন্ট ঠিকমতো না হলে
# ভীষণ ক্রোধ এবং উদ্বেগ
#  কোলন বা মলাশয়ের মধ্যে অস্বাভাবিক গাঁজন প্রক্রিয়া
#  অতিরিক্ত অ্যালোপ্যাথিক ওষুধ ব্যবহার। যেমন- অ্যান্টিবায়োটিক, অ্যান্টিডিপ্রেসান (বিষন্নতার জন্য), সরবিটল (ফলজাত চিনি যা দিয়ে সিরাপ জাতীয় ওষুধ তৈরি হয়), মেয়েদেৱ মাসিক ঋতু চলাকালীন হরমোনাল পরিবর্তন হয়ে ও হতে পাৱে।
 তাই আমরা  সামান্য সচেতন থেকে  উপরোক্ত কাৱণগুলো এড়িয়ে চলে  বিরক্ত কর এই ব্যাধি থেকে দূরে থাকতে পারি।

Author

Written by Admin

.

0 comments:

Thanks a million for visiting and your valuable review.

All posts

জেনে নিন, হোমিও চিকিৎসা কখন সেৱা ও সর্বোচ্চ কার্যকরী চিকিৎসা?

একজন সুস্থ স্বাভাবিক মানুষ দৈনন্দিন জীবনের কাজকর্ম ও জীবনযাপন নৱমাল ভাবে চলে।  কিন্তু হঠাৎ করেই যদি শরীরে কোন রকম সমস্যা দেখা দেয়। তখন স্...