আইবিএস সাধাৱনত তিন প্রকাৱ। যথা-
(1) আইবিএস সি (IBS-C) : যদি আপনার কোষ্ঠকাঠিন্য থাকে এবং পায়খানা ক্লিয়ার না হয়, মনে হবে পায়খানা হবে হবে ভাব, কিন্তু হয় না- এ ধরনের আইবিএস কে সাধাৱণত C বলা হয়।
(2) আইবিএস ডি ( IBS-D) : যে সমস্ত আইবিএস রোগীর দিনে বেশ কয়েকবার পাতলা পায়খানা হয়, খেতে বসলেই কিংবা খাওয়া শেষ হলেই পায়খানায় চাপ দেয়, খুব সকালে ঘুম ভাঙা মাত্রই পায়খানার খুব চাপ দেয় এবং পাতলা পায়খানা হয়- এটাকে আইবিএস D বলা হয়।
(3) আইবিএস এম ( IBS-M) : আর যখন কোন আইবিএস রোগীর কয়েকদিন ধৱে খুব কোষ্ঠকাঠিন্য থাকে এবং কয়েকদিন ধৱে ডায়রিয়া থাকে, মানে যখন কোন রোগীর মধ্যে কোষ্ঠকাঠিন্য ও ডায়রিয়া দুইটি বিদ্যমান থাকে। সাধারণত এই আইবিএস কে মিক্স বা M বলা হয়।
.jpeg)






















.jpeg)






1 comments:
Thanks a million for visiting and your valuable review.