আইবিএস(IBS): ইরিটেবল বাওয়েল সিনড্রোম (irritable bowel syndrome). যার বাংলা অর্থ দাঁড়ায়- পেটে জ্বালা যন্ত্রণাময় বা বিরক্তিকর লক্ষণ। সারা পৃথিবীতে অসংখ্য মানুষ আইবিএসে ভুগতেছে। খাবার খাওয়ার পরে পেটে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। কারো পেট ভুটভাট করে, জ্বালা-যন্ত্রণা করে, বদহজম,পেট ফুলে ওঠে, পেট ব্যথা করে । ঘন ঘন পায়খানা হয়, পায়খানার সাথে আম/মিউকাস যায়
। কারও আবাৱ পাতলা পায়খানা হয়। পায়খানা করেও আরাম বোধ লাগেনা। মনে হয় পায়খানা ক্লিয়ার হয়নি। এককথায় আপনাকে অস্বস্তিকর এক অবস্থায় ফেলবে। এই বিরক্তিকর অবস্থা থেকে উদ্ধার পাওয়ার জন্য ডাক্তারের কাছে যাবেন। ডাক্তার অনেক পরীক্ষা-নিরীক্ষা করবে। কিন্তু কিছুই ধরা পড়বে না। এটা আরেক রকমের বিরক্তিকর অবস্থা। এরপর এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি করলেও কোন কিছু ধরা পড়বে না। তখন একে আইবিএস হিসেবে গণ্য করা হয়। আইবিএস হলে আপনার শরীরের ওজন কমতে থাকবে এবং মানসিকভাবে আপনি বিপর্যস্ত হবেন। কাজ কর্মের প্রতি আপনার মনোযোগ হারিয়ে যাবে। তাছাড়াও অনেকেৱ আইবিএস থেকে আস্তে আস্তে আইবিডিৱ (IBD) দিকে চলে যায়। আইবিডি হলে আপনার অবস্থা আরো খারাপ। তাই আইবিএস হলে দ্রুত চিকিৎসা নেওয়া উত্তম।
। কারও আবাৱ পাতলা পায়খানা হয়। পায়খানা করেও আরাম বোধ লাগেনা। মনে হয় পায়খানা ক্লিয়ার হয়নি। এককথায় আপনাকে অস্বস্তিকর এক অবস্থায় ফেলবে। এই বিরক্তিকর অবস্থা থেকে উদ্ধার পাওয়ার জন্য ডাক্তারের কাছে যাবেন। ডাক্তার অনেক পরীক্ষা-নিরীক্ষা করবে। কিন্তু কিছুই ধরা পড়বে না। এটা আরেক রকমের বিরক্তিকর অবস্থা। এরপর এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি করলেও কোন কিছু ধরা পড়বে না। তখন একে আইবিএস হিসেবে গণ্য করা হয়। আইবিএস হলে আপনার শরীরের ওজন কমতে থাকবে এবং মানসিকভাবে আপনি বিপর্যস্ত হবেন। কাজ কর্মের প্রতি আপনার মনোযোগ হারিয়ে যাবে। তাছাড়াও অনেকেৱ আইবিএস থেকে আস্তে আস্তে আইবিডিৱ (IBD) দিকে চলে যায়। আইবিডি হলে আপনার অবস্থা আরো খারাপ। তাই আইবিএস হলে দ্রুত চিকিৎসা নেওয়া উত্তম।
# চিকিৎসা: আইবিএস সহজে ভালো হতে চায় না। শুধু আইবিএস নয় পেটের যেকোনো পীড়া় সহজে ভালো হতে চায় না। এলোপ্যাথিতে আইবিএস এর তেমন কোনো চিকিৎসা নেই বললেই চলে। কিন্তু হোমিওপ্যাথিতে এর খুব ভালো চিকিৎসা রয়েছে এবং অসংখ্য আইবিএস রোগী হোমিও চিকিৎসা নিয়ে ভালো হয়ে যাচ্ছেন। তাই হোমিও চিকিৎসা আইবিএস-এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা/অবদান রাখতে পারে। একজন ক্লাসিকাল হোমিও ডাক্তার রোগীর মানসিক, শারীরিক, অভ্যাসগত, জীবন যাপন ও পারিবারিক ইতিহাস বিশ্লেষণ করে একটি সুন্দর রোগীলিপি তৈরি করে। রোগলিপি তৈরি করতে গিয়ে তিনি রোগের উৎস অর্থাৎ কোথায় থেকে রোগের সূচনা শুরু হল, কিভাবে শুরু হল, এর পেছনে দায়ী কি?- ইত্যাদি খুঁজে বের করেন এবং এর আলোকে একটি সিঙ্গেল মেডিসিন সিলেক্ট করেন। এই সিঙ্গেল মেডিসিনে রোগী ধৈর্য সহকারে চিকিৎসা নিলে অবশ্যই সুস্থ হয়ে যাবেন। এছাড়াও রোগীর জীবন যাপনে পরিবর্তন আনতে হবে সেটাও ডাক্তার বলে দিবেন। এজন্য ডাক্তারকে ও অনেক ধৈর্য নিয়ে রোগীর পিছনে সময় ব্যয় করতে হবে এবং সে অনুযায়ী রোগীর ও চিকিৎসা নিতে হবে। তাহলে অবশ্যই আল্লাহর রহমতে আইবিএস নিরাময় হবে। হোমিওপ্যাথিতে লক্ষণ সমষ্টির বিচারে আইবিএস নিরাময়ে সবচেয়ে সফল কয়েকটি ঔষধ হচ্ছে- নাক্স ভোম, মার্কুরিয়াস, সালফার, লাইকোপোডিয়াম, নাইট্রিক অ্যাসিড, নেট্রাম কার্ব, কার্বোভেজ, নেট্রাম ফস, পালসেটিলা, আর্সেনিক এলবাম। এছাড়াও আরো অনেক ওষুধ লক্ষণ বিচারে আসতে পারে।
**ইজি লাইফ স্টাইল & হোমিও**
সহজ চিকিৎসা হোমিওপ্যাথি
দূর হয় কঠিন দুরারোগ্য ব্যাধি।
























.jpeg)





0 comments:
Thanks a million for visiting and your valuable review.