এলোপ্যাথি অনেক ডাক্তারগণ আইবিএস রোগীকে সরাসরি বলে দেন যে আইবিএস চিকিৎসায় ভালো হয় না। অর্থাৎ রোগী এই রোগ থেকে পুরোপুরি সুস্থ হয় না। অনেকেই প্রশ্ন করেন যে আধুনিক চিকিৎসা এলোপ্যাথিতে কেন আইবিএস ভালো হয় না? পুরোপুরি আইবিএস ভালো না হওয়ার কারণ কি? হ্যাঁ অবশ্যই এর পেছনে কারণ আছে। নিচে তা উল্লেখ করা হলো-
# আইবিএস রোগ সৃষ্টি হওয়ার পেছনে দায়ী কে, নির্দিষ্ট কারণ কি? আধুনিক চিকিৎসা বিজ্ঞান এখনো এর দ্বারপ্রান্তে পৌঁছাতে সক্ষম হোন নাই। তাই পুরোপুরি সুস্থ করার চিকিৎসা ও ঔষধ আবিষ্কার করতে ও সক্ষম হোন নাই। তবে কিছু ধারনা করেছেন যেমন দুশ্চিন্তা, ঘুম ঠিকমতো না হওয়া, অত্যাধিক ওষুধ গ্রহণের ফলে ভালো ব্যাকটেরিয়া কমে যাওয়া, স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ না করা, অনিয়মিত জীবনযাপন ইত্যাদি কারণে আইবিএস হতে পারে।
# যেহেতু প্যাথলজিক্যাল কোন টেস্টে আইবিএস এর অস্তিত্ব ধরা পড়ে না। অর্থাৎ বৃহদান্ত্রের কোন কোষ বা কলার কোন পরিবর্তন হয় না। তাই এলোপ্যাথিতে এর নির্দিষ্ট কোন চিকিৎসা নেই।
# এলোপ্যাথিতে বিভিন্ন রোগেৱ নির্দিষ্ট একের অধিক ঔষুধ আবিষ্কার হয়েছে। যার ফলে এলোপ্যাথি ডাক্তার গণ ঐই রোগের নির্দিষ্ট ঔষধ রোগীর ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। কিন্তু আইবিএস রোগ নির্মূলের জন্য কোন নির্দিষ্ট ওষুধ আবিষ্কার হয় নাই। কিন্তু সাময়িক কষ্ট উপশমের জন্য কিছু ঔষুধ আছে, যা এলোপ্যাথি ডাক্তার কোন আইবিএস রোগীর ক্ষেত্রে প্রয়োগ করে থাকেন।























.jpeg)






ভাল বলেছেন
উত্তরমুছুন