কিডনি, মূত্রথলি বা মূত্রনালির পাথরেৱ কথা শুনলে অনেকেই ভয় পেয়ে যাই। এ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। কাৱণ এখন তো অনেকেরই হয়। আর বর্তমান যুগে হোমিও তে এর খুব ভালো চিকিৎসা আছে
। কোন কাটাছেঁড়া বা অপারেশন ছাড়াই বেশিরভাগ পাথর হোমিও চিকিৎসায় অপসাৱণ করা সম্ভব। তাই কিডনি, মূত্রথলি বা মূত্রনালির পাথর ধরা পড়লে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হোন। কেননা এ সমস্যা চিকিৎসা নিলে সহজেই সেরে যায়।
। কোন কাটাছেঁড়া বা অপারেশন ছাড়াই বেশিরভাগ পাথর হোমিও চিকিৎসায় অপসাৱণ করা সম্ভব। তাই কিডনি, মূত্রথলি বা মূত্রনালির পাথর ধরা পড়লে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হোন। কেননা এ সমস্যা চিকিৎসা নিলে সহজেই সেরে যায়।
লক্ষণ: কিডনি, মূত্রথলি বা মূত্রনালিতে পাথর হলে সাধারণত কোমরে ব্যথা হয়ে থাকে। কোনো কোনো ক্ষেত্রে তলপেট বা ঊরুর ভেতরের দিকেও ব্যথা ছড়িয়ে পড়তে পারে। এই ব্যথা সাধারণত বেশ তীব্র এবং ক্ষণে ক্ষণে ওঠে। এ ছাড়া পাথরের কারণে প্রস্রাবের সঙ্গে রক্ত যেতে পারে। প্রস্রাবে সংক্রমণও হতে পারে।
# চিকিৎসা: অধিকাংশ ক্ষেত্রে কাটাছেঁড়া না করেই কিডনির পাথরের চিকিৎসা সম্ভব। রোগীকে প্রচুর পানি পান করিয়ে এবং ব্যায়ামের মাধ্যমে কিছু পাথর শরীর থেকে বের করা সম্ভব। এ ছাড়া অন্যান্য পাথর আধুনিক পদ্ধতিতে বিচূর্ণ করা হয়। তারপর তা প্রস্রাবের সঙ্গে বেরিয়ে আসে। খুব কম ক্ষেত্রেই আজকাল অস্ত্রোপচারের প্রয়োজন হয়।
# হোমিও চিকিৎসা: কিডনি, মূত্রথলি বা মূত্রনালির পাথরেৱ চিকিৎসায় হোমিও একটি সফল চিকিৎসা পদ্ধতি। খুব অল্প খরচে ও সামান্য ঔষুধে এ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। এক্ষেত্রে হোমিওর ধাতুগত ও গঠনগত চিকিৎসা সর্বোত্তম। রোগীর শারীরিক, মানসিক ও বংশগত দিক বিবেচনা করে যেকোন ওষুধে আসতে পারে। তবে কিডনি, মূত্রথলি বা মূত্রনালির পাথর অপসারণে সবচেয়ে সফল কয়েকটি হোমিও ঔষধ হলো- লাইকো, বার্বারিস ভুল, ফসফৱাস, সার্সাপেরিলা, আর্টিকা ইউরেন্স, টেৱবিন্থিনা, সালফাৱ, ক্যান্থারিস, ক্যালে কার্ব, আর্জে নাই, থ্যালসপি বুৱসা, নাক্স ভম, স্ট্যাফিসেগ্রিয়া উল্লেখযোগ্য।























.jpeg)






0 comments:
Thanks a million for visiting and your valuable review.