অ্যাজমা তথা হাঁপানি কি? খুব সহজেই নির্ণয় করুন আপনার হাঁপানি সমস্যা আছে কিনা?

  • at ৫/১৩/২০২২ ০৭:২৯:০০ PM -
  • 0 comments

অ্যাজমা হলো ফুসফুস বা শ্বাসনালীর একটি রোগ। এ  রোগীর সংখ্যা দিন দিন ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে এই রোগ হাঁপানি নামে সুপরিচিত। শিশুসহ যেকোনো বয়সের নারী-পুরুষ এতে আক্রান্ত হতে পারে। তবে শিশু ও বয়স্ক মানুষদের জন্য খুব ভয়ঙ্কর একটি রোগ হাঁপানি। এই ৱোগে মানুষ মারা যায় না বললেই চলে। কিন্তু সুচিকিৎসার অভাবে অনেক  কষ্ট পেতে হয় ৱোগীদেৱ।

আপনি কি দীর্ঘদিন ধরে শ্বাসতন্ত্রের প্রদাহ এবং সংবেদনশীলতায় ভুগছেন? আপনাৱ কি স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে কষ্ট হয়? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আপনার  হাঁপানি বা অ্যাজমা হওয়াৱ সম্ভাবনা আছে।

কাৱণ শ্বাসনালির প্রদাহজনিত দীর্ঘস্থায়ী রোগ হলো অ্যাজমা। শ্বাসনালিতে বিভিন্ন কোষ প্রধানত ইওসিনোফিল ও অন্যান্য উপাদান জমা হয়ে শ্বাসনালির ছিদ্র পথ সরু হয়ে যায়। রোগী শ্বাসকষ্টসহ শুকনো কাশি, বুকে কাশি জমে যাওয়া, শ্বাস নেওয়ার সময় বুকে শোঁ শোঁ আওয়াজ হওয়া, স্বাভাবিকেৱ চেয়ে শ্বাস প্রশ্বাস দ্রুত নেওয়া ইত্যাদি সমস্যায় ভুগতে থাকে। আর এই লক্ষণগুলো আপনার মধ্যে থাকলে হয়তো আপনিও একজন হাঁপানিৱ রোগী।

সাধারণত অ্যাজমা দুই প্রকার। যথা-
# একিউট অ্যাজমাঃ-তীব্রতা অনুসারে অ্যাজমাঃ- তীব্র হাঁপানি এতে ফুসফুসের বায়ুবাহী নালীসমূহ আকস্মিকভাবে সংকুচিত হয় ও শ্বাস প্রশ্বাসে কষ্টের সৃষ্টি করে।
# ক্রনিক অ্যাজমাঃ- দীর্ঘমেয়াদী হাঁপানি এতে ঘন ঘন অ্যাজমায় আক্রান্ত হয় এবং রোগ নিয়ন্ত্রণে ও প্রতিরোধে চিকিৎসার প্রয়োজন পড়ে। এছাড়াও আরও অনেক রকমের অ্যাজমা রয়েছে। যেমন ব্রঙ্কিয়াল অ্যাজমা, কার্ডিয়াক অ্যাজমা, এলার্জিক অ্যাজমা,  সিজনাল অ্যাজমা রাত্রিকালীন অ্যাজমা প্রভৃতি।

উপরোক্ত  লক্ষণ গুলি যদি আপনার মধ্যে থাকে এবং কোন প্রকারের অ্যাজমা রোগী আপনি তা নিজে নিজেই নিরূপণ করতে পাৱেন। তবে আৱো নিশ্চিত হতে কিছু ক্লিনিক্যাল পরীক্ষা করে নিতে পারেন। যেমন:
1. Peak Expiratory Flow(PEF)
2. Spirometry FEV/VC
3. Chest X-ray
আর এলার্জিক অ্যাজমা হলে-
1. Skin prick test
2. IgE
3. Full blood picture(eosinophilia)

এর পরের পোস্টে হোমিও চিকিৎসাৱ আলোকে অ্যাজমা রোগ নিয়ন্ত্রণ ও নিরাময়ে আলোচনা হবে।

#Asthma
#এ্যাজমা
#হাঁপানি

Author

Written by Admin

.

0 comments:

Thanks a million for visiting and your valuable review.

All posts

জেনে নিন, হোমিও চিকিৎসা কখন সেৱা ও সর্বোচ্চ কার্যকরী চিকিৎসা?

একজন সুস্থ স্বাভাবিক মানুষ দৈনন্দিন জীবনের কাজকর্ম ও জীবনযাপন নৱমাল ভাবে চলে।  কিন্তু হঠাৎ করেই যদি শরীরে কোন রকম সমস্যা দেখা দেয়। তখন স্...