মেয়েদের স্তনে ফাইব্রোএডেনোমা টিউমার, নির্ণয় ও হোমিও চিকিৎসা।

  • at ৫/১৮/২০২২ ১২:৪১:০০ AM -
  • 1 comments


ফাইব্রোএডেনোমা(Fibroadenoma) স্তনের খুব কমন একটি টিউমার, যা ক্যান্সার জাতীয় নয় এবং সাধারণত অল্প বয়সী (১৫ থেকে ৩৫ বছর বয়সী) মেয়েদের এ টিউমার বেশি হয়। অধিকাংশ ক্ষেত্রেই এটি স্তনে একটি ব্যথাবিহীন চাকা হিসেবে ধরা পড়ে যা অনেকটা গোল, রাবারের মতো অনুভূত হয় এবং স্তনের ভিতর সহজে নাড়ানো যায়। যদিও এটি সাধারণত ব্যথাবিহীন, তবে অনেক সময় এতে ব্যথা হতে পারে, বিশেষ করে মাসিকের আগে।

# কাদের ও কেন হয় : ফাইব্রোএডেনোমা টিউমাৱেৱ
সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে ধারণা করা হয়ে থাকে, এটি ইস্ট্রোজেন নামক হরমোনের অতিরিক্ত সেনসিটিভিটি কারণে হয়ে থাকে। প্রজনন বছরের যে কোনো সময় এ টিউমার হতে পারে, তবে বয়োসন্ধির  সময়ে এটি সবচেয়ে বেশি হয়, পুরুষদেরও এই টিউমার হতে পারে কিন্তু তা বিরল।

# কি কি ধরনের হয়ে থাকে :

নৱমাল ফাইব্রোএডেনোমা টিউমাৱ- এ ধরনের টিউমার সবচেয়ে বেশি হয়ে থাকে, যা সাধারণত ১-৩ সেন্টিমিটার সাইজের হয়। এতে স্তন ক্যান্সারের কোনো অতিরিক্ত ঝুঁকি থাকে না।

(২) জটিল  ফাইব্রোএডেনোমা টিউমাৱ- এ টিউমারটি দ্রুত সাইজে বাড়ে। হিসটোপ্যাথোলজিস্ট এই টিউমারের ধরনটি নির্ণয় করে থাকেন। এই টাইপের টিউমারে স্তন ক্যান্সারের ঝুঁকি কিছুটা বেড়ে যায়।

(৩)  আকাৱে বড় ফাইব্রোএডেনোমা টিউমাৱ - অনেক সময় টিউমারের সাইজটি বেড়ে গিয়ে ৫ সেন্টিমিটার বেশি হতে দেখা যায় বলে এই টিউমার সাধারণত অপারেশন করে নিতে হয়।

(৪) কিশোরী ফাইব্রোএডেনোমা টিউমাৱ - এ টিউমার সাধারণত Teenage/ কিশোরী বয়সে হয়ে থাকে (১০ বছর থেকে ১৮ বছর)। এগুলো সময়ে সঙ্গে সাইজে ছোট বা বড় হতে পারে।

# কীভাবে নির্ণয় করা যায় : ফাইব্রোএডেনোমা টিউমাৱ ডাক্তার পরীক্ষা করার সময় সাধারণত স্তনে চাকা হিসেবে হাতে লাগে। এছাড়া ৪০ বছরের নিচে মহিলাদের আল্ট্রাসনোগ্রাম ও ৪০ ঊর্ধ্বে মহিলাদের ম্যামোগ্রাম করা হয়। পরবর্তী ধাপ হিসেবে টিউমার ধরনটি নির্ণয় ও নিশ্চিত করার জন্য সুইয়ের মাধ্যমে (FNAC) বা মাংস কেটে পরীক্ষা করা হয়ে থাকে।

# চিকিৎসা :  ভযেৱ় তেমন কিছু নেই। অনেক ক্ষেত্রে  ফাইব্রোএডেনোমা টিউমাৱেৱ জন্য কোন চিকিৎসা প্রয়োজন হয় না। এ টিউমার অনেক ক্ষেত্রে সাইজে বড় বা ছোট হতে পারে এবং অনেক সময় তা একই সাইজ থেকে যেতে পারে। প্রেগন্যান্সি, ব্রেস্ট ফিডিং বা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিচ্ছেন এমন রোগীদের ক্ষেত্রে সাধারণত সাইজটা বড় হয়। বাকি অন্যগুলো ছোট বা মাঝারি হয়ে থাকে।  যেকোন আকারের  ফাইব্রোএডিওনোমা  টিউমারের ক্ষেত্রে ক্লাসিক্যাল হোমিও চিকিৎসা খুবই কার্যকরী। ধাতুগত হোমিও চিকিৎসায় সঠিক মেডিসিন ( বেশিরভাগ ক্ষেত্রে  থুজা, কোনিয়াম,  সাইলেশিয়া, ফাইটোলক্কা, ব্যারাইটা আয়োডাইড ) ও সঠিক মাত্রায় খুব অল্প সময়ে টিউমার আস্তে আস্তে ছোট হয়ে বিলীন হয়ে যায়।  কাটাছেঁড়া ছাড়াই খুব সহজেই  ফাইব্রোএডেনোমা টিউমারেৱ সমাধান  হোমিওতে। তবে বিশেষ ক্ষেত্রে সার্জারির প্রয়োজন হতে পারে।
#স্তন
#Brest

Author

Written by Admin

.

1 টি মন্তব্য:

  1. কোনটি ক্ষতিকারক আর ক্ষতিকারক নয় তা জানতে সম্মুখ ধারণা থাকতে হবে। এই ধারণাটাই পেলাম

    উত্তরমুছুন

Thanks a million for visiting and your valuable review.

All posts

জেনে নিন, হোমিও চিকিৎসা কখন সেৱা ও সর্বোচ্চ কার্যকরী চিকিৎসা?

একজন সুস্থ স্বাভাবিক মানুষ দৈনন্দিন জীবনের কাজকর্ম ও জীবনযাপন নৱমাল ভাবে চলে।  কিন্তু হঠাৎ করেই যদি শরীরে কোন রকম সমস্যা দেখা দেয়। তখন স্...