আমাদেৱ দেশের বেশিরভাগ মানুষেরই ধারণা পায়ু পথেৱ সমস্যা মানে পাইলস / অর্শ(বুটি) বলে জানে। পায়ুপথের রোগ মানেই পাইলস নয়। পায়ুপথে বিভিন্ন রকমের রোগ হয়ে থাকে। কিছু রোগ রয়েছে খুবই কষ্টদায়ক এবং কিছু রোগ রয়েছে খুবই ঝুঁকিপূর্ণ। তবে সময়ের ব্যবধানে এবং সময়মতো চিকিৎসা না করালে সবৱোগই ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। কারণ পায়ু পথ শরীরের সকল বর্জ্য নিঃসরণ এর একমাত্র পথ। তাই পায়ুপথের 2/1 দিন সমস্যা মানে বিরাট কষ্টকর ও অস্বস্তিকৱ সমস্যা। মনে হবে সারা শরীর অসুস্থ হয়ে গেছে। তাছাড়া আমাদের দেশের বেশিরভাগ মহিলারাই পায়ুতে কোনো সমস্যা/ৱোগ দেখা দিলে লজ্জায় কাউকে কিছু বলতে চায় না কিংবা ডাক্তার কে বলতে লজ্জা পায়। এতে দিনদিন সমস্যা আরো প্রকট আকার ধারণ করে। তাই পায়ুপথে কোন সমস্যা দেখা দিলে আগেই ভয় না পেয়ে, লজ্জ্বা না পেয়ে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং কিছু টেস্টের মাধ্যমে নিশ্চিত হতে হবে যে কি সমস্যা হয়েছে? রোগ নির্ণয় হলে তার চিকিৎসা রয়েছে। পায়ুপথে পাইলস বা অর্শ ছাড়াও এনাল ফিসার, ফিস্টুলা, ফোড়া, প্রোলাপস, রক্ত জমাট, পলিপ বা টিউমার সহ রেক্টাল ক্যান্সার হতে পারে। তাই অবহেলা নয়, সচেতনতায় পায়ুপথের রোগ থেকে সহজে হতে পাৱে মুক্তির পথ।
সহজ চিকিৎসা হোমিওপ্যাথি
দূর হয় কঠিন দুরারোগ্য ব্যাধি।























.jpeg)






0 comments:
Thanks a million for visiting and your valuable review.