আমার নিকটতম এক আত্মীয় হোমিওপ্যাথি একেবারে বিশ্বাস করে না। অতীতে তার বিভিন্ন সমস্যায় হোমিওপ্যাথি সাজেস্ট করলেও ওনাৱ অনাগ্রহ দেখে পরবর্তীতে আর কখনো করিনাই। তো কিছুদিন আগে জ্বর হলো ওনাৱ। প্যারাসিটামল খেয়ে কাজ হলোনা। এলোপ্যাথি ডাক্তারের নিকট গেলে প্যারাসিটামল অ্যান্টিবায়োটিকস সহ আরো অন্যান্য ওষুধ প্রেসক্রাইব করে। খেয়ে জ্বৱ কমে যায়। কিন্তু জ্বর একেবারে ভাল হয় না। দিনে ভালো থাকে কিন্তু রাতে আবার জ্বর আসে। এক সপ্তাহ পরে আবার ডাক্তারের নিকট যায় এবং টেস্ট করে রিপোর্ট নরমাল থাকায় ডাক্তার হাই অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়। তাতেও কোন ফল আসে না, সেই আগের মতই দিনে ভালো থাকে রাতে জ্বর আসে। এক সপ্তাহ পরে আবার ডাক্তারের নিকট গেল। এবার ডাক্তার সাহেব ইঞ্জেকশন সাজেস্ট করলেন এবং প্রতিদিন একটি করে 5টি ইনজেকশন নিতে বললেন। তো ওনি পাঁচটি ইনজেকশন নেওয়া পৱও কোন পরিবর্তন হলো না বৱং রোগী অনেক দুর্বল ও অসুস্থ হয়ে গেলেন। সমস্যা ঐ একটাই সারাদিন ভালো থাকেন মধ্য রাতে জ্বর আসে। তাই রোগীর রাগ করে আর কোন ডাক্তারের কাছে যাবে না বলে চুপচাপ থাকেন। এভাবে আরো কয়েকদিন কেটে যাবার পর এক বিকেলে আমি বললাম হোমিও তো কাজ করে না। তো একডোজ খেলে কি এমন যায় আসে? একবার খেয়ে দেখেন না, টাকা তো আর লাগতেছে না। এর আগে বললে রাগ করতো। আজকে কিন্তু রাগ করেনি। গম্ভীর করে বলল ঠিক আছে দাও। রোগী নিকটতম আত্মীয় হওয়ায় ওনাৱ সম্পর্কে অনেক কিছুই জানা থাকায় ও ঐ একটা লক্ষণকে বেশ গুরুত্ব দিয়ে ঔষধের পাঁচটি গ্লোবিউলস পানিতে ছেড়ে দিয়ে বলি পরিবর্তনশীল করে এখন অর্ধেক ও দু ঘন্টা পরে বাকিটা খাবেন। তো পরের দিন আমি নিজেই খবর নিলাম কি অবস্থা? তো আস্তে করে বললেন- আজ রাতে মনে হয় জ্বর আসেনি, ঘুমিয়ে ছিলাম। তখন আমি বললাম ঠিক আছে আপনি আজকে আরেকটা বাৱ খান। তো তিনি দ্বিতীয় দিনও খেলেন। পরে জিজ্ঞাসা করলাম- আপনার কি আর জ্বর এসেছে? তো তিনি উত্তর দিলেন না আর জ্বর আসেনি। এখন ভালো আছি। তখন আমি আর কিছু বলিনি।
বেশ কিছুদিন পৱ একদিন তিনি আমার কাছে বেশ কিছু সমস্যা নিয়ে আসলেন। প্রচুর গ্যাসের সমস্যা। সারাবছর গ্যাসের ঔষধ খান। না খেলে পায়খানা হয় না। তাছাড়া পেট ব্যথা করে, খাবার খেলে পেট ফুলে থাকে। সারাবছর ঘুমের সমস্যা। তো বিস্তারিত শুনে আমি তাকে একটা সহস্রতমিক এর ঔষুধ দিয়ে দিই এবং দশদিন পরে জানাতে বলি। তো দশদিন পরে ওনি খুব হাসিখুশি অবস্থায় আমার সাথে সাক্ষাত করেন এবং বলেন যে উনি খুব ভালো আছেন গ্যাসের ঔষুধ আর খেতে হচ্ছে না। যাহোক কথার এক ফাঁকে খুব আস্তে করে জিজ্ঞাসা করলাম যে, হোমিওপ্যাথি কি কাজ করে? তো তিনি হাসিমুখে বললেন- না না হোমিও তো খুব ভালো কাজ কৱে।
এই ঘটনাটা শেয়ার করার উদ্দেশ্য হল বাংলাদেশে অনেক রোগী আছে যারা কখনো হোমিওপ্যাথি চিকিৎসা নেন নাই। অথচ বলেন হোমিও কাজ করে না। আমাদের আশেপাশে এমন রোগীদেরকে হোমিও চিকিৎসা সম্পর্কে অবগত করতে হবে এবং চিকিৎসা দিতে হবে।























.jpeg)






0 comments:
Thanks a million for visiting and your valuable review.