মানবদেহের গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্গের মধ্যে কিডনি অন্যতম। কিডনি কখন যে বিগড়োবে বা ফেইলৱ হবে তা আগাম কোন লক্ষণ দেখে বোঝার বা চেনার উপায় নেই। বেশিরভাগ সময় কিডনি পুরোপুরি নষ্ট মানে অকার্যকর হয়ে গেলে ধৱা পড়ে। যে কারণে রোগ ধরতে ধরতেই অনেক দেরি হয়ে যায়। যখন প্রায় কিছুই করার থাকেনা। মৃত্যু অবধারিত হয়ে যায়। তাই একটু সচেতন হলেই খুব সহজেই আমরা আমাদের কিডনিকে ভাল রাখতে পারি।
আপনাৱ কিডনি কি ভালো আছে? কোন ডাক্তারের শরণাপন্ন না হয়েই নিজে নিজেই সহজ দুই পরীক্ষায় বুঝে নিন। যদি পরীক্ষায় জানা যায় কোন সমস্যা আছে। তাহলে সঙ্গে সঙ্গে কোন কিডনী বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ নিন।
যাদের কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার কোন রকম আশঙ্কা রয়েছে, মানে, কেউ যদি ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের রোগী হয়ে থাকেন বা কারও পরিবারে কিডনির অসুখ থেকে থাকে বা যাঁদের বয়স ৬০ পেরিয়েছে তাঁদের উচিত বছরে অন্তত দু-বার দুটো পরীক্ষা করানো। এছাড়াও যেকোন বয়সের যে কারোৱ যদি কিডনি রোগের কিছু লক্ষণ প্রকাশ পায়, তারাও এই টেষ্ট দুটি করে নিশ্চিত হতে পারেন। কম খৱচে ACR ও GFR-এর মতো দুটো সিম্পল টেস্ট করালেই ধরা পড়ে যাবে আপনার কিডনি ঠিকঠাক কাজ করছে কি না।
# মূত্র পরীক্ষা বা ACR:
ACR হল অ্যালবুমিন ও ক্রিয়েটিনিনের অনুপাত। অ্যালবুমিন হল বিশেষ ধরনের প্রোটিন। মূত্রে অ্যালবুমিন আছে কি না, পরীক্ষা করে সেটাই দেখা হয়। আমাদের শরীরের জন্য প্রোটিন অত্যন্ত জরুরি। যে কারণে রক্তে প্রোটিন থাকা খুব স্বাভাবিক। কিন্তু, এই প্রোটিন কখনোই মূত্রে থাকার কথা নয়। যদি মূত্র পরীক্ষায় প্রোটিন পাওয়া যায়, তার মানে হল, কিডনি ঠিকঠাক ভাবে রক্তকে ছাঁকতে পারছে না। তাই ইউরিন টেস্টে প্রোটিন পজিটিভ হলে, নিশ্চিত হতে তাঁর GFR করাতে হবে। যদি, তিন মাস বা তার বেশি সময় ধরে রেজাল্ট পজিটিভ হয়, তা কিডনি অসুখের লক্ষণ।
# GFR কাউন্ট করতে রক্ত পরীক্ষা: কিডনি খারাপ হলে, তা রক্ত থেকে ক্রিয়েটিনিন অর্থাত্ বর্জ্য পদার্থ ঠিকমতো বের করে দিতে পারে না। তবে, এই ক্রিয়েটিনিন পরীক্ষা হল প্রথম ধাপ। এর পর গ্লোমেরুলার ফিলট্রেশন রেট বা GFR দেখতে হবে। সেই রেজাল্ট দেখেই ডাক্তার বুঝতে পারবেন আপনির কিডনি কেমন কাজ করছে। কত পারসেন্ট ভাল আছে।
কিডনি নিয়ে তাই কোন রকম ভয় হলে, অযথা দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে, অল্প টাকায় এই পরীক্ষা দুটি করে নিশ্চিত হোন, নির্ভাবনায় জীবন যাপন করুন।
#EasyLifestyleandHomeo
#ClassicalHomeo
এই টেস্টগুলো করলে কি নিশ্চিত হওয়া যাবে
উত্তরমুছুন