# ভেরিকোসিল কি:-
ভেরিকোসিল হচ্ছে পুরুষদের টেস্টিস থেকে লিঙ্গের দুপাশে কেঁচোর মতো শিরা থাকে, এই শীৱাস্ফীতি কে ভেরিকোসিল বলা হয়। এসময় টেস্টিসের স্পার্মাটিক কর্ডের ভাল্ব ভাল কাজ কৱতে পাৱে না। রক্ত প্রবাহে বাধা প্রাপ্ত হয়। টেস্টিস ঝুলে পড়ে এবং ব্যথা হতেও পারে, নাও পারে। সাধারনত বামপাশে বেশি দেখা যায়। তবে ডান পাশে ও হয়। কার কাৱ দুপাশেই দেখা যায়।
# ভেরিকোসিল হওয়ার সম্ভাব্য কারণ সমূহ:
------------------------------------------------------------
# টেস্টিসে কোন আঘাত লাগাৱ কাৱণে
# যৌন বাহিত রোগে আক্রান্ত হওয়ায়
# যৌন বাহিত রোগে তীব্র এন্টিবায়োটিকের পার্শ্বপ্রতিক্রিয়ায়
# যক্ষা এবং এই সংক্রান্ত এলোপ্যাথিক চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়ায়
# তীব্র যৌন উত্তেজক ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়ায়
# হস্তমৈথন আসক্তি এবং এক সময় হঠাৎ ছেড়ে দেয়ায়
# ভারী জিনিস উত্তোলনের কাজ করা
# দীর্ঘ সময় ক্রমাগত দাঁড়িয়ে কাজ করা
# দীর্ঘদিন যাবৎ ক্রমাগত গরম পরিবেশে কাজ করা
# এছাড়াও অনেক অজানা কারণেও ভেরিকোসিল হতে পারে
# ভেরিকোসিল এর হোমিও চিকিৎসা
---------------------------------------------------------
এলোপ্যাথিতে রোগ নির্ণয়ের জন্য নানা প্রকার মেডিক্যাল টেস্টের প্রয়োজন হয়। যার জন্য আলাদা টাকা পয়সা খরচ করতে হয়। হোমিওপ্যাথিতে এর জন্য কোন টেস্ট করে আলাদা ভাবে টাকা পয়সা খরচ করার প্রয়োজন নেই। হোমিও ঔষধ প্রয়োগের রয়েছে নির্দিষ্ট নিয়মনীতি। এখানে কেইস টেকিং করে ঔষধ সিলেকশন করতে হয় ক্রনিক রোগের ক্ষেত্রে। তাই আপনার হিস্ট্রি নেয়ার সময় চিকিৎসককে কিছুটা সময় ও প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করতে হবে আপনার নিজের স্বার্থেই। অন্যথায় আপনি নিজেই ক্ষতিগ্রস্থ হবেন।
কেইস টেকিং করে চিকিৎসক আপনার জন্য নির্দিষ্ট একটি সিঙ্গেল ঔষধ বের করে সেটি নির্দিষ্ট শক্তিতে এবং নির্দিষ্ট মাত্রায় আপনার শরীরে প্রয়োগ করবেন। তাতে দেখা যায় প্রপার হোমিও ট্রিটমেন্ট নিলে খুব জটিল প্রকৃতির ভেরিকোসলও ধীরে ধীরে সেরে যায়। ব্যক্তি বিশেষে আরোগ্য লাভের সময়টা হয়তো কম বেশি লাগে।
ভেরিকোসিলের চিকিৎসা নেয়ার জন্য পুরুষরা যখন হোমিও ডাক্তারের কাছে আসেন তখন তাদের রোগের তীব্রতা থাকে অনেক বেশি এবং এর সাথে আরো অনেক রোগেও তারা আক্রান্ত থাকেন। অর্থাৎ রোগীর মধ্যে এক সাথে অনেকগুলি সমস্যা থাকে। চিকিৎসক রোগীর পা থেকে মাথা পর্যন্ত বিস্তারিত হিস্ট্রি নিয়ে ঠিকঠাক ওষুধ প্রয়োগ করার পরও দেখা যায় রোগীর রোগ সারছে না অনেক ক্ষেত্রেই। 100% সুস্থ হয়ে যাবে এটাও বলা যাবে না। যেখানে এলোপ্যাথিতে একেবারেই ট্রিটমেন্ট নেই।
তাই কেস টেকিং করে সিঙ্গেল মেডিসিনে চিকিৎসা করে এমন ডাক্তারের কাছে চিকিৎসা করবেন। অন্যথায় একসাথে তিন চারটা ওষুধ খেয়ে আপনার লাভেৱ চেয়ে ক্ষতি বেশি হবে। কারণ রোগের স্থানটি খুব সেনসিটিভ।
**ইজি লাইফ স্টাইল & হোমিও**
#Varicocele























.jpeg)






0 comments:
Thanks a million for visiting and your valuable review.