ব্রংকাইটিসও নিউমোনিয়াৱ মত একটি ফ্লুু জাতীয় রোগ এবং লক্ষণ প্রায় একইরকম প্রকাশ পায় আর এই জন্যই ব্রংকাইটিসেৱ প্রথম অবস্থায় সবাই একে নিউমোনিয়া বলে বসে বা নিউমোনিয়ার চিকিৎসা দেয়।
# ব্রংকাইটিস কি?
মানবদেহের শ্বাসনালির সংক্রমণই হচ্ছে ব্রংকাইটিস। অর্থাৎ, শ্বাসনালীর ভিতরে আবৃত ঝিল্লিতে ব্যাকটেরিয়ার সংক্রমণকেই ব্রংকাইটিস বলে। এ সংক্রমণের ফলে ঝিল্লিগাত্রে প্রদাহ হয়। এ রোগটি এক ধরণের ভাইরাস থেকেও হয়।
এটি একটি সাধারণ ফুসফুসের অবস্থা, যেখানে ফুসফুসের শ্বাসনালী উদ্দীপ্ত হয়। আর এ শ্বাসনালী গুলো ফুসফুসের ভিতরে ও বাইরে বাতাস নিয়ে যায় এবং বাতাস চলাচলের জায়গা সরু হওয়ার কারণে শ্বাস-প্রশ্বাসে অসুবিধা করে মানে শ্বাসকষ্ট দেখা দেয়। ঘন মিউকাস সৃষ্টি হবার জন্য সাধারণত ব্রংকাইটিসে কাশি হতে দেখা যায়।
# কেন ব্রংকইটিস হয়?
* ধুলাবালি ও ধোঁয়াময় পরিবেশের জন্য।
* অস্বাস্থ্যকর পরিবেশে বাস করলে।
* স্যাঁতস্যাতে ধূলিকণা মিশ্রিত আবহাওয়াৱ জন্য
* ঠান্ডা লেগে হয়
* যাৱা নিয়মিত ধূমপান করে। উপরোক্ত ইত্যাদি কারণে ব্রংকাইটিস নামক রোগ হতে পারে।
# ব্রংকাইটিস হলে যেসব লক্ষণ প্রকাশ পায়-
* কাশি ও শ্বাসকষ্ট হয়।
* বুক শক্ত হয়ে যায় ও বুকে ব্যথা করে
* কাশির সময় বুকে বেশ ব্যথা অনুভব হয় বলে কাশি দিতে ভয় পায়।
* শক্ত খাবার খেতে পারে না। বুকে খাবার আটকে যাবে এমন অনুভূতি হয়।
* সাথে জ্বর থাকতে পাৱে।
* শরীর দুর্বল হয়ে পড়ে।
* কাশির সাথে অনেক সময় কফ বা রক্ত বের হয় ইত্যাদি।
# খুব সহজে বংক্রাইটিস নির্ণয়- শিশু, বয়স্ক বা যেকোনো বয়সের মানুষের মাঝে যদি উপরোক্ত লক্ষণগুলো দেখা দেয় তাহলে সর্বপ্রথম খুব সহজে দুটি টেস্ট করে ব্রংকাইটিস না নিউমোনিয়া তা নির্ণয় করা সম্ভব। এজন্য আমরা নিজেরাই সকালের কফ পরীক্ষা করে নিতে পারি এবং বুকের এক্সরে করে নিতে পারি। এ দু'টি টেস্টেৱ রেজাল্ট নির্ণয় করে দিবে ব্রংকাইটিস হয়েছে কিনা?























.jpeg)






0 comments:
Thanks a million for visiting and your valuable review.