কেন যৌন সমস্যার ফলপ্রসূ চিকিৎসা ক্লাসিক্যাল হোমিওপ্যাথি? কিন্তু কিছু রোগী হোমিও চিকিৎসা নিয়েও কেন সুস্থ হচ্ছে না???

  • at ৫/১৫/২০২২ ০৪:০১:০০ AM -
  • 0 comments


দিন দিন যৌন সমস্যার রোগীর সংখ্যা বেড়েই চলেছে। আর পুরুষের ক্ষেত্রে যৌন সমস্যা মানে পুরুষের অস্তিত্ব টিকিয়ে রাখার একটা ব্যাপার। তাই একবার যে এই সমস্যায় পড়েছে সে বুঝতেছে। যৌন সমস্যার সমাধানে হোমিওপ্যাথি ও  হারবাল চিকিৎসা পদ্ধতি  এগিয়ে।  তবে সবচেয়ে নির্ভরযোগ্য ও ফলপ্রসূ চিকিৎসা রয়েছে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে, এটা কমবেশি সবারই জানা।  এলোপ্যাথিতে পার্শ্বপ্রতিক্রিয়াযুক্ত যৌন উত্তেজক মেডিসিন রয়েছে।  যা  সাময়িক যৌন উত্তেজনা বৃদ্ধি করে এবং পরবর্তীতে যৌন আকাঙ্ক্ষা কমিয়ে দেয়।

# যৌন সমস্যায় হোমিও চিকিৎসা এত ফলপ্রসূ কেন--

হোমিও চিকিৎসা পদ্ধতি এমন একটি পদ্ধতি যেখানে  রোগীর সমস্যার অবস্থান নির্ণয়, যৌন সমস্যা  কি কারণে হল( হস্তমৈথুন, অতিরিক্ত রতিক্রিয়া, বংশানুক্রমিক,  হরমোনজনিত সমস্যা)  তা নির্ণয় করা,  যৌনবাহিত কোন রোগ আছে কিনা( সিফিলিস, গনোরিয়া),  কোন ধরনের যৌন সমস্যায় ভুগতেছেন( ইৱেকশন জনিত,  বীর্য পাতলা, ধ্বজভঙ্গ,  যৌন চাহিদা কম,  ভয় ও মনে আত্মবিশ্বাসের অভাব)  তা নির্ণয়, রোগীর পারিবারিক ইতিহাস জানা, রোগীর শারীরিক মানসিক সকল লক্ষণ রোগলিপিৱ মাধ্যমে সংগ্রহ করে  এবং লক্ষণসমূহকে বিবেচনায় এনে সে অনুযায়ী উপযুক্ত একটি মেডিসিন সিলেকশন করে চিকিৎসা দেয়। এতে রোগীভেদে যে কোন মেডিসিন আসতে পারে।  হোমিওপ্যাথির এই পদ্ধতি অনুসরণ করে চিকিৎসা নিলে  যেকোনো যৌন সমস্যার রোগী আস্তে আস্তে পুরোপুরি সুস্থ হয়ে যায়।  এতে সময় বেশি লাগতে পারে। তবে পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত একটি চিকিৎসা এবং তা প্রায় শতভাগ কার্যকরী।

# হোমিও চিকিৎসা নিয়েও অনেক ৱোগী কেন সফল হচ্ছে না--
হ্যাঁ সত্যি অনেক অনেক  যৌন সমস্যার রোগী হোমিও ঔষুধ খেয়ে বা চিকিৎসা নিয়েও সুস্থ হচ্ছে না। কেন হচ্ছে না?  না হওয়াৱ কারণ তো অবশ্যই আছে।  প্রথম কারণ হিসেবে বলবো-  কিছু রোগী আছে  যারা  কিছু মুখস্থ যৌন ঔষধ যেমন:  ডামিয়ানা, এসিড ফস,  এগনাস কাস্ট, সেলেনিয়াম  ইত্যাদি এই ধরনের ঔষধ দেদারছে খাচ্ছেন। খাওয়াার নিয়ম টা পর্যন্ত জানে না।  যতসম্ভব নিজে নিজেই বই পড়ে ডাক্তারি করে।  আবার কিছু রোগী ডাক্তারের কাছে চিকিৎসা নিচ্ছেন।  কিন্তু ঐ ডাক্তার গুলো এই রকম মুখস্থ  ঔষধ দিচ্ছে। যার ফলে দীর্ঘ দিন চিকিৎসা নিয়ে ও যৌন সমস্যার সমাধান হচ্ছে না।  এটা হোমিওপ্যাথি বা হোমিও ঔষধেৱ দোষ নয়। এটা পুরোপুরি আমাদেৱ দোষ।  তাহলে কি এই মুখস্ত ঔষুধ দিয়ে যৌন সমস্যার সমাধান হয় না??  অবশ্যই হয়।  তবে এই ঔষুধের সকল লক্ষণের সাথে আপনার সকল লক্ষণ মিলতে হবে। তাছাড়া এই ঔষুধগুলো মূলত  যৌন চাহিদা বৃদ্ধি করে।  অর্থাৎ আপনার যদি যৌন  বড় কোন সমস্যা না থাকে। বাড়তি ইনজয় করতে চান।সে ক্ষেত্রে এই ঔষুধগুলো কাজে লাগবে।  কিন্তু ক্রনিক কোন যৌন সমস্যা  হলে আপনি এই ওষুধ দিয়ে সুস্থ হতে পারবেন না।

Author

Written by Admin

.

0 comments:

Thanks a million for visiting and your valuable review.

All posts

জেনে নিন, হোমিও চিকিৎসা কখন সেৱা ও সর্বোচ্চ কার্যকরী চিকিৎসা?

একজন সুস্থ স্বাভাবিক মানুষ দৈনন্দিন জীবনের কাজকর্ম ও জীবনযাপন নৱমাল ভাবে চলে।  কিন্তু হঠাৎ করেই যদি শরীরে কোন রকম সমস্যা দেখা দেয়। তখন স্...