পেটের সমস্যা (আইবিএস) অবশেষে হোমিওতে সুস্থ

  • at ৫/২৫/২০২২ ০৫:৫২:০০ AM -
  • 0 comments

আমার এক ব্যাচ সিনিয়র আশৱাফ ভাই। বাড়ি টাঙ্গাইল। হঠাৎ অনেকদিন পর দেখা। কুশল বিনিময় ও অনেক কথা। কথার মাঝে হঠাৎ করে বলে বসলেন যে আমার বাবা কয়েক মাস ধরে পেটের 


সমস্যায় ভুগতেছেন। অনেক ডাক্তার দেখানো হয়েছে কিন্তু লাভ হচ্ছে না ।টেস্টেও কিছু ধরা পড়তেছে না। ডাক্তার বললো সম্ভবত আইবিএস । তো আমি বললাম হোমিও তে কি দুই একবার দেখানো হয়েছে? বললো না হোমিওতে দেখানো হয়নি। এই কথা বলাতে উল্টো আমাকে একটা পরামর্শ দিতে বললো। তো আমি বললাম ঠিক আছে যদি অল্পতেই হয় তাহলে এখনই ব্যবস্থা করে দিচ্ছি আর যদি না হয় তাহলে পরবর্তীতে ফোন দিয়ে আমার সাথে কথা বলে রোগীলিপি তৈরি করে চিকিৎসা দিলে ভালো হবে। যাহোক আমার সঙ্গে ফোনে কথা বলিয়ে দিলেন। আঙ্কেলের সঙ্গে কথা বলে যা বুঝলাম। ওনি নাক্সেৱ রোগী। সকালে ঘুম থেকে ওঠার পর দুই-তিনবার পায়খানা হয়। পায়খানা ক্লিয়ার হয় না। পায়খানাৱ আগে পেটে ব্যথা থাকে। পায়খানা করলে আরাম পায়। তাছাড়া একটা গুরুত্বপূর্ণ লক্ষণ আছে, খেতে বসলেই পায়খানার চাপ আসে অথবা খাওয়া শেষ হওয়া মাত্রই পায়খানায় যেতে হয়। সারাদিন সাত-আটবার পায়খানা ও খুব অস্বস্তিতে ভোগেন। তাছাড়াও আঙ্কেল নাকি খুব রাগী এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে।

উপরোক্ত লক্ষণগুলোকে আমি গুরুত্বপূর্ণ বিবেচনায় এনে শামীম ভাইকে বললাম আপনি নাক্সেৱ M/2, M/3, M/4 নিয়ে যান। আঙ্কেলকে একমাস খেতে বলেন। আল্লাহ ভরসা ওনি সুস্থ হয়ে যেতে পাৱেন। এক মাস পর আমাকে জানায়েন।
চার পাঁচ মাস পর কথা হল শামীম ভাইয়ের সাথে। কথাপ্রসঙ্গে জিজ্ঞাসা করলাম যে আপনার বাবার কি অবস্থা? শামীম ভাই, বললো ও ভালো কথা। আব্বার তো পেটের সমস্যা আর নেই। এখন দিনে 1/2 বার পায়খানা হয়। পেটে ব্যথা ও নেই আর খাওয়ার পর পায়খানার চাপ দেয় না। তাই আর ওষুধ নেওয়া হয়নি। আলহামদুলিল্লাহ। আল্লাহর কি অশেষ রহমত। মাত্র এক মাসের ঔষুধ খেয়ে 4/5 মাস সুস্থ আছেন। আল্লাহ যেন উনাকে বাকিটা জীবন সুস্থ রাখেন এই দোয়াই করি।
এই পোস্টটা শেয়ার করলাম শুধু মনের আনন্দ শেয়ার করার জন্যই নয়, যাদের হোমিও সম্পর্কে বিশ্বাস কম এবং যারা হোমিও সম্পর্কে জানতে ও শিখতে আগ্রহী, তাদের জন্য। এই কেসটিতে আমি রোগীলিপি তৈরি করি নাই, তাই দিতে পারলাম না। তবে অবশ্যই ক্লাসিকাল হোমিওপ্যাথি অনুসরণ করা হয়েছে। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ইজি লাইফ স্টাইল অ্যান্ড হোমিওৱ পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ।

Author

Written by Admin

.

0 comments:

Thanks a million for visiting and your valuable review.

All posts

জেনে নিন, হোমিও চিকিৎসা কখন সেৱা ও সর্বোচ্চ কার্যকরী চিকিৎসা?

একজন সুস্থ স্বাভাবিক মানুষ দৈনন্দিন জীবনের কাজকর্ম ও জীবনযাপন নৱমাল ভাবে চলে।  কিন্তু হঠাৎ করেই যদি শরীরে কোন রকম সমস্যা দেখা দেয়। তখন স্...