আমার এক ব্যাচ সিনিয়র আশৱাফ ভাই। বাড়ি টাঙ্গাইল। হঠাৎ অনেকদিন পর দেখা। কুশল বিনিময় ও অনেক কথা। কথার মাঝে হঠাৎ করে বলে বসলেন যে আমার বাবা কয়েক মাস ধরে পেটের
সমস্যায় ভুগতেছেন। অনেক ডাক্তার দেখানো হয়েছে কিন্তু লাভ হচ্ছে না ।টেস্টেও কিছু ধরা পড়তেছে না। ডাক্তার বললো সম্ভবত আইবিএস । তো আমি বললাম হোমিও তে কি দুই একবার দেখানো হয়েছে? বললো না হোমিওতে দেখানো হয়নি। এই কথা বলাতে উল্টো আমাকে একটা পরামর্শ দিতে বললো। তো আমি বললাম ঠিক আছে যদি অল্পতেই হয় তাহলে এখনই ব্যবস্থা করে দিচ্ছি আর যদি না হয় তাহলে পরবর্তীতে ফোন দিয়ে আমার সাথে কথা বলে রোগীলিপি তৈরি করে চিকিৎসা দিলে ভালো হবে। যাহোক আমার সঙ্গে ফোনে কথা বলিয়ে দিলেন। আঙ্কেলের সঙ্গে কথা বলে যা বুঝলাম। ওনি নাক্সেৱ রোগী। সকালে ঘুম থেকে ওঠার পর দুই-তিনবার পায়খানা হয়। পায়খানা ক্লিয়ার হয় না। পায়খানাৱ আগে পেটে ব্যথা থাকে। পায়খানা করলে আরাম পায়। তাছাড়া একটা গুরুত্বপূর্ণ লক্ষণ আছে, খেতে বসলেই পায়খানার চাপ আসে অথবা খাওয়া শেষ হওয়া মাত্রই পায়খানায় যেতে হয়। সারাদিন সাত-আটবার পায়খানা ও খুব অস্বস্তিতে ভোগেন। তাছাড়াও আঙ্কেল নাকি খুব রাগী এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে।
0 comments:
Thanks a million for visiting and your valuable review.