আইবিডি(IBD)-আলসারটিভ কোলাইটিস ৱোগী হোমিও চিকিৎসায় সুস্থ।

  • at ৫/২৫/২০২২ ০৫:৪৪:০০ AM -
  • 0 comments



আইবিডিৱ অন্তর্ভুক্ত যে দুটি রোগ আছে তার মধ্যে একটি আলসাৱটিভ কোলাইটিস ও আরেকটি হলো ক্রনস ডিজিজ। যা অটো ইমিউনিটি ডিসঅর্ডার ৱোগ। যার ফলে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে রোগ দুটিৱ সম্পূর্ণ সুস্থ হওয়ার চিকিৎসা এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়নি। এমনকি এই রোগ দুটি কেন হয় সেই কারণ এখনো অজানা। তবে এই রোগ দুটি কে নিয়ন্ত্রণে রাখার জন্য অধিক পার্শ্বপ্রতিক্রিয়াযুক্ত মেডিকেশন আছে। যা রোগীকে প্রতিদিনই গ্রহণ করতে হয় একটু ভালো থাকার জন্য এবং সারাজীবন ওষুধ নিয়ে বেঁচে থাকতে হবে। চিকিৎসা পদ্ধতিও খুব ব্যয়বহুল। এমনই একজন তিন বছর ধরে ভুগতে থাকা আলসারটিভ কোলাইটিস এর রোগী (নাম প্রকাশে অনিচ্ছুক), বয়স 37। ৱোগী তার রোগ নিয়ন্ত্রনে রাখার জন্য প্রত্যেকদিন 400mg মেসাকল ট্যাবলেট তিন বেলায় 3x3=9 টি, ইমুৱান 50mgx2=2টি ট্যাবলেট গ্রহণ করেও পুরোপুরি সুস্থ থাকতে পারেন না। প্রায় পেটে ব্যথা হয়, পায়খানার সাথে মিউকাস ও রক্ত যায়। শরীরে অত্যাধিক দুর্বলতা দেখা দেয়। কোন কিছুর প্রতি মনোযোগ থাকে না। এই অবস্থায় এলোপ্যাথি চিকিৎসার পাশাপাশি বিকল্প চিকিৎসা হিসেবে হোমিওপ্যাথি চিকিৎসা নেওয়া শুরু করে। দীর্ঘ দুই মাস চিকিৎসা নেওয়ার পর রোগী সু্স্থেৱ দিকে যেতে থাকে এবং আরো দুই মাস চিকিৎসা নেওয়ার পর রোগী সুস্থ। তবে ভবিষ্যতে আবারো ফিরে আসবে না এটা বলা কঠিন। কারণ এই রোগ ভাল হয় না। তবে রোগী গত তিন বছরের চাইতে অনেক ভাল আছে। গত দুই মাসে একবার ও পেট ব্যথা হয়নি, পায়খানার সাথে রক্ত আসেনি, শারীরিক দুর্বলতা নেই। রোগীর ওজন চার কেজি বৃদ্ধি পেয়েছে। এখন রোগি মনে করে না যে সে একজন রোগী। এখন রোগীর মনে অনেক আত্মবিশ্বাস। অনেক ব্যয়বহুল এলাপ্যাথি ঔষুধ আৱ খেতে হয় না। এর পরও কি আপনারা বলবেন যে, হোমিও কাজ করে না? অল্প ব্যয়ে, প্রায় পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত অল্প ঔষধে যদি জটিল রোগ থেকে মুক্তি পাওয়া যায় বা নিয়ন্ত্রণে রাখা যায়। তাহলে এর চেয়ে ভাল চিকিৎসা পদ্ধতি আর কি হতে পারে।
রোগীর ৱোগলিপি বিশ্লেষণ করলে দেখা যায়, রোগীর মানসিক আঘাত আছে ও দীর্ঘ সময় ডিপ্রেশনে ছিলেন। এজন্য একটি ওষুধ প্রয়োগ করা হয়। এতে তেমন কোনো পরিবর্তন আসে না। এৱপৱ রোগীর শারীরিক, মানসিক ও সকল ইতিহাস বিশ্লেষণ করে আরেকটি ঔষুধেৱ m/2, m/3, m/4 প্রয়োগের পর রোগী উন্নতির দিকে যেতে থাকে এবং চার মাসের চিকিৎসায় রোগী সম্পূর্ণ সুস্থেৱ ন্যায় জীবন যাপন করছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে লাখো শুকরিয়া- আলহামদুলিল্লাহ।
এখানে ঔষুধের নাম উল্লেখ করা হয় নাই। কারণ অনেক রোগী এলোপ্যাথিৱ ন্যায় ঐ ঔষধ কিনে নিয়ে এসে নিজের ক্ষেত্রে প্রয়োগ করেন। যা হোমিওপ্যাথির নিয়ম অনুসারে পরিপন্থী নয়। রোগ একই হইলেও ভিন্ন মানুষের জন্য ভিন্ন ঔষুধ।
সহজ চিকিৎসা হোমিওপ্যাথি
দূর হয় কঠিন দুরারোগ্য ব্যাধি।

Author

Written by Admin

.

0 comments:

Thanks a million for visiting and your valuable review.

All posts

জেনে নিন, হোমিও চিকিৎসা কখন সেৱা ও সর্বোচ্চ কার্যকরী চিকিৎসা?

একজন সুস্থ স্বাভাবিক মানুষ দৈনন্দিন জীবনের কাজকর্ম ও জীবনযাপন নৱমাল ভাবে চলে।  কিন্তু হঠাৎ করেই যদি শরীরে কোন রকম সমস্যা দেখা দেয়। তখন স্...