একজন সুস্থ স্বাভাবিক মানুষ দৈনন্দিন জীবনের কাজকর্ম ও জীবনযাপন নৱমাল ভাবে চলে। কিন্তু হঠাৎ করেই যদি শরীরে কোন রকম সমস্যা দেখা দেয়। তখন স্বাভাবিক জীবনযাপন ও কাজকর্মেৱ ব্যাঘাত ঘটে। বুঝতে পারেন আমি অসুস্থ বা অসুস্থ হয়ে যাচ্ছি। তখন তিনি ডাক্তারের শরণাপন্ন হন। ডাক্তার রোগীর সমস্যা সম্পর্কিত কিছু প্যাথলজিক্যাল টেস্ট করান রোগ নির্ণয়ের জন্য। বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা দেখবেন প্যাথলজিক্যাল টেস্ট এর সকল রিপোর্ট স্বাভাবিক/ নরমাল আসে। তখন এলোপ্যাথি ডাক্তারগণ বলেন- আপনার সব রিপোর্ট নরমাল। আপনার কিছু হয়নি।তখন গতানুগতিক কিছু ঔষুধ যেমন ব্যথা থাকলে ব্যাথার কিছু ওষুধ, প্রয়োজনে অ্যান্টিবায়োটিক, গ্যাসের ঔষুধ দিয়ে বলেন এগুলো খান ঠিক হয়ে যাবে। এখন আমার প্রশ্ন হল রোগীর সমস্যা আছে বলেই তো ডাক্তারের শরণাপন্ন হয়েছে। কিন্তু প্যাথলজিক্যাল টেস্টেৱ সব রিপোর্ট নরমাল এসেছে । তাহলে কি রোগীর কোন রোগ নেই?? অবশ্যই রোগীর ভিতরে কোন না কোন ৱোগ আছে। আর আছে বলেই রোগীৱ শরীরে সমস্যা/ লক্ষণ দেখা দিচ্ছে। তাহলে প্যাথলজিক্যাল টেস্টে ৱোগ ধরা পড়ছে না কেন? এটাই হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। বেশিরভাগ রোগের ক্ষেত্রে রোগের প্রথম স্টেজে প্যাথলজিক্যাল টেস্টে ধরা পড়ে না। কিন্তু রোগের বিভিন্ন লক্ষণ প্রকাশ পায়। এখানেই হোমিও চিকিৎসা অধিক কার্যকরী। কেননা, হোমিও রোগের নয়, রোগীৱ সার্বিক লক্ষণের চিকিৎসা কৱে। হোমিও রোগীর রোগের প্রথম স্টেজেৱ লক্ষ্যণেৱ উপর ভিত্তি করে সঠিক চিকিৎসা কৱতে সক্ষম । প্রথম স্টেজে কোন রোগের চিকিৎসা করলে খুব সহজেই নিরাময় করা সম্ভব। আর প্যাথলজিক্যাল টেস্টে যখন কোন রোগ ধরা পড়ে তখন ৱোগটির তৃতীয় বা শেষ পর্যায়ে গিয়ে ধরা পৱে। তখন অনেক রোগের ক্ষেত্রে নিরাময় কৱা খুব কঠিন হয়ে পড়ে। যেহেতু প্যাথলজিক্যাল টেস্টে রোগ নির্ণয় না হওয়া পর্যন্ত এলোপ্যাথিতে ডাক্তারগণ সঠিক চিকিৎসা দিতে পারেন না। সেহেতু রোগীর রোগের প্রথম স্টেজ থেকেই লক্ষণভিত্তিক চিকিৎসা হোমিওপ্যাথিতে তা কৱা সম্ভব। তাছাড়া হোমিওৱ 90% এৱ বেশি মেডিসিন প্রাকৃতিক গাছেৱ মূল, পাতা, ফুল, ফলের নির্যাস ও কিছু প্রাকৃতিক খনিজ লবণ হতে প্রস্তুত হয়। তাই সবদিক থেকে হোমিও চিকিৎসা সাশ্রয়ী, প্রায় পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত, সহজ, সেৱা ও কার্যকরী।
সহজ চিকিৎসা হোমিওপ্যাথি
দূর হয় কঠিন দুরারোগ্য ব্যাধি।
##EasyLifestyleandHomeo
#ClassicalHomeo
হোমিও চিকিৎসা আসলেই ভাল
উত্তরমুছুনসেৱা
উত্তরমুছুনএকদম সঠিক বলেছেন। তাই তো বলি সমস্যা আছে কিন্তু টেস্ট কৱলে বলে সব রিপোর্ট নরমাল।
উত্তরমুছুনI support homeo treatment
উত্তরমুছুন