এলার্জি কে বিদায় দিন, তাও আবাৱ বিনা চিকিৎসায়, বিনা পয়সায়।

  • at ৫/১৮/২০২২ ১২:৫০:০০ AM -
  • 0 comments


**ইজি লাইফস্টাইল & হোমিও**

এলার্জি এক অসহনীয় অটো  ইমিউনিটি সিস্টেমেৱ ব্যাধি, যা জীবনকে দুর্বিষহ করে তোলে। এলার্জিতে হাঁচি থেকে শুরু করে খাদ্য, ধুলাবালিতে ভীষণ প্রতিক্রিয়ায় শ্বাসকষ্ট,  শরীরের বিভিন্ন জায়গায় চুলকানি, এমনকি শরীরের ভেতরের বিভিন্ন অঙ্গ অতি সংবেদনশীল হয়ে কষ্ট দিতে থাকে । এলার্জি কতটা ভয়ংকর সেটা ভুক্তভোগী মাত্রই জানে। উপশমের জন্য কতো কিছুই না করতে হয়  আমাদের।  এলার্জি একবার যাৱ দেখা দেয়, তার  আর রক্ষা নাই। এই বিরক্তকর এলার্জি ভালো করার জন্য অনেক কিছুই করেছেন। কিন্তু তা থেকে রেহাই পাননি। তাই এবার বিনা পয়সায়,  বিনা চিকিৎসায় এলার্জিকে গুডবাই জানান এই জীবন  অতিষ্ঠকারী এলার্জিকে।

# বিনা চিকিৎসায়, বিনা পয়সায়  এলার্জি  থেকে মুক্তি পেতে যা করতে হবে  আমাদের--

আশা করি, নিমগাছ আমরা সবাই চিনি।  এই পরিচিত নিম গাছের টাটকা  সবুজ পাতা সংগ্রহ করে পানিতে  ভালো করে ধুয়ে পরিষ্কার করতে হবে। এরপর খুব ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে যাতে পাতাগুলো কুরকুরে মুরমুরে হয়। এবাৱ শুকনো নিম পাতাগুলো পাটায় পিষে গুড়ো করতে হবে এবং সেই গুড়ো ভালো একটি কৌটায় ভরে রাখতে হবে।  ব্যস, হয়ে গেল এলার্জি বিদায়ের টনিক । এবার ১ চা চামচের তিন ভাগের এক ভাগ নিম পাতার গুঁড়ো ও এক চা চামচ ইসবগুলের ভুষি ১ গ্লাস পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখুন। আধা ঘন্টা পর চামচ দিয়ে ভালো করে নাড়ুন  এবং প্রতিদিন সকালে খালি পেটে, দুপুরে ভরা পেটে এবং রাত্রে শোয়ার আগে খেয়ে ফেলুন।  প্রথমে তিতার কারণে কষ্ট হতে পারে। তবে কয়েকদিন খেলেই অভ্যাসে পৱিনতি হবে। এভাবে ২১ দিন একটানা খেতে হবে। কার্যকারিতা শুরু হতে ১ মাস লেগে যেতে পারে। এরপর থেকে এলার্জির জন্য যা যা খেতে পারতেন না যেমন- হাঁসের
হয়ে যায়।
#এলার্জি
#Alergii

Author

Written by Admin

.

0 comments:

Thanks a million for visiting and your valuable review.

All posts

জেনে নিন, হোমিও চিকিৎসা কখন সেৱা ও সর্বোচ্চ কার্যকরী চিকিৎসা?

একজন সুস্থ স্বাভাবিক মানুষ দৈনন্দিন জীবনের কাজকর্ম ও জীবনযাপন নৱমাল ভাবে চলে।  কিন্তু হঠাৎ করেই যদি শরীরে কোন রকম সমস্যা দেখা দেয়। তখন স্...