কিভাবে বুঝবেন আপনার অন্ডকোষে এপিডিডাইমাল সিস্ট আছে কি - না ??? থাকলে কি চিকিৎসা করবেন?

  • at ৫/২৮/২০২২ ১২:০৬:০০ AM -
  • 0 comments


এপিডিডাইমাল সিস্ট হলো পুরুষদের অন্ডকোষের একটি রোগ। পুরুষের এই রোগটি যেকোনো বয়সেই হতে পারে। তবে বৃদ্ধদের বেশি হয়। অনেকক্ষেত্রে অল্প বয়সী ছেলেদের অন্ডকোষ এ রোগ দেখা দেয়। পুরুষের প্রতিটি অণ্ডকোষের উপরের অংশ যেখানে বীর্য সংরক্ষিত হয় তাকে এপিডিডাইমিস বলে। এর মাধ্যমে শুক্রাণু অন্ডকোষ থেকে স্পার্মাটিক নালীতে গিয়ে থাকে। এতে কিংবা অন্ডকোষের যেকোনো স্থানে এক ধরনের অস্বাভাবিক পানির ন্যায় থলি বা সিস্ট ডেভেলপ করে, তখন তাকে এপিডিডাইমাল সিস্ট বলা হয়।
# কিভাবে বুঝবেন আপনার অন্ডকোষে এপিডিডাইমাল সিস্ট আছে বা সিস্টেৱ জন্ম নিচ্ছে-
প্রথমে খুবই ছোট আকারের এপিডিডাইমাল সিস্ট গঠন হতে থাকে। ছোট আকারের কারণে প্রথমে এপিডিডাইমাল সিস্টের লক্ষণগুলি অনেকের ক্ষেত্রেই বুঝা যায় না। অনেকে তাই লক্ষ্য কৱে না বা বুঝতেই পারেনা। তবে এপিডিডাইমাল সিস্ট আস্তে আস্তে বৃদ্ধি শুরু করে এবং একটি অণ্ডকোষ থেকে আরেকটি অন্ডকোষে শুরু হয়ে যায়। আর এই বৃদ্ধির সময় অনেকে ব্যথা অনুভব করতে শুরু করে, এক সময় প্রসারিত সিস্টটি স্নায়ু এবং রক্তনালীগুলি সংকুচিত করতে শুরু করে। তখন দিনদিন সমস্যা বাড়তে থাকে। ফলে অণ্ডকোষ বা কুঁচকি ফোলে যেতে পারে। স্থানটি গরম হয়ে থাকতে পারে। কাৱও কাৱও মলত্যাগ করার সময় ব্যথা অনুভব হতে পাৱে। যৌন মিলনের সময় ব্যথা কিংবা কারো কারো ক্ষেত্রে জ্বালাপোড়া হতে পারে। বেশি বড় হয়ে গেলে হাঁটতে অসুবিধা হয়। এসমস্ত লক্ষণ দেখা দিলে অবশ্যই এপিডিডাইমাল সিস্ট কিনা ডাক্তারের মাধ্যমে পরীক্ষাৱ দ্বাৱা তা যাচাই করা উচিত।
হোমিও চিকিৎসা:
--------------------------
এপিডিডাইমাল সিস্ট কিছুটা পানির থলির মতো গঠন হওয়ায় এলোপ্যাথিতে ডাক্তারগণ সহজে সার্জারি করতে চায় না। তবে এপিডিডাইমাল সিস্ট এর কারণে রোগীর অবস্থা খুব খারাপ হলে কিংবা খুব বেশি ব্যথা অনুভব করলে, তখন সার্জারি ছাড়া আর কোন উপায় থাকেনা। কাৱণ এলোপ্যাথিতে এপিডিডাইমাল সিস্ট এর কোন মেডিকেশন নাই বললেই চলে। নির্দিষ্ট কোন মেডিসিন যা খেলে সিস্ট ভালো হয়ে যাবে। কিন্তু ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে এপিডিডাইমাল সিস্ট এর চিকিৎসা অনেক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। অল্পতেই চিকিৎসা নিলে প্রায় শতভাগ এপিডিডাইমাল সিস্ট ভালো হয়ে যায়। তবে সিস্ট যদি জটিল আকার ধারণ করে সে ক্ষেত্রে ভালো হতে বেশ সময় লাগে। তাই অল্পতেই ক্লাসিকাল হোমিও চিকিৎসা নিয়ে এপিডিডাইমাল সিস্ট থেকে মুক্ত থাকুন এবং পুরুষেৱ বন্ধাত্বা থেকে ও বাঁচুন।

Author

Written by Admin

.

0 comments:

Thanks a million for visiting and your valuable review.

All posts

জেনে নিন, হোমিও চিকিৎসা কখন সেৱা ও সর্বোচ্চ কার্যকরী চিকিৎসা?

একজন সুস্থ স্বাভাবিক মানুষ দৈনন্দিন জীবনের কাজকর্ম ও জীবনযাপন নৱমাল ভাবে চলে।  কিন্তু হঠাৎ করেই যদি শরীরে কোন রকম সমস্যা দেখা দেয়। তখন স্...