পেটের সমস্যায় ভোগেন না এমন লোক খুঁজে পাওয়া কঠিন। পৃথিবীতে সবচেয়ে বেশি রোগী আছে আইবিএস-এর। শতকরা হিসেবে প্রায় 20 জন। কারণ এ রোগ ভাল হয় না। আইবিএস কেন হয় এর সঠিক কারণ এখনো আধুনিক চিকিৎসাবিজ্ঞানের কাছে অধরা বলে এলোপ্যাথিতে এর পার্মানেন্ট সুস্থ হওয়ার চিকিৎসা নেই। কিন্তু ক্লাসিকাল হোমিওপ্যাথিতে এর পার্মানেন্ট সুস্থ হওয়ার চিকিৎসা রয়েছে। কেন হোমিওপ্যাথিতে আইবিএস রোগী পুরোপুরি সুস্থ হয়ে যায় সে বিষয়ে আলোচনা করব।
# হোমিও চিকিৎসায় আইবিএস কেন পুরোপুরি ভালো হয়ে যায়? আমরা জানি যার সমস্যা আছে, তার সমাধান আছে। যেকোন সমস্যার সমাধান করা খুব সহজ হয় কখন? যখন সমস্যাটার পেছনে দায়ী কে বা কি কারণ তা আমরা নির্ণয় করতে পারি, ঠিক তখনই সমস্যাটাৱ সমাধান করা সহজ হয়। যেহেতু হোমিওপ্যাথি একটি লক্ষণভিত্তিক চিকিৎসা। তাই আইবিএস রোগীর প্যাথলজিক্যাল টেস্টে কোন কিছু নির্ণয় না হলেও রোগীর মধ্যে যথেষ্ট কিছু লক্ষণ পাওয়া যায়। যা হোমিও চিকিৎসার মূল মন্ত্র বলা যায়। তাছাড়া একজন অভিজ্ঞ ক্লাসিক্যাল হোমিও ডাক্তার যখন রোগীর লক্ষণ সংগ্রহ করে রোগীলিপি তৈরি করেন। তখন তিনি রোগীর আইবিএস টা কোথা থেকে সূচনা শুরু হলো যেমন: পারিবারিক ইতিহাস থেকে/ ডিস্ফাংশন অর্থাৎ আমাদের মস্তিষ্ক ও এনজাইম জনিত কারণে অন্ত্রের ডিস্ফাংশন হচ্ছে কি না/রোগীর শরীরে কোন রোগ চাপা দেওয়ার কারণে কিনা/ রোগীর বিশৃংখল জীবনযাপন/ অনিদ্রাজনিত কারণ/ অনিয়মিত খাবার-দাবার গ্রহণ/ অন্ত্রের ভালো ব্যাকটেরিয়া কমে গেছে কিনা/শিশুকালে বিভিন্ন রোগের কারণে প্রচুর এলাপ্যাথি ঔষুধ গ্রহণ করেছেন কিনা/ ৱোগীৱ জীবনে বড় রকমেৱ কোন শোক, চিন্তা, মনোকষ্ট আছে কিনা সহ আৱো বিভিন্ন খুঁটিনাটি বিষয় বিবেচনায় এনে আইবিএস এর প্রকৃত কারণ নির্ণয়েৱ চেষ্টা করা হয়। রোগী কোন কারনে আইবিএস সমস্যায় ভুগতেছেন সেটা নির্ণয় করে ঔষুধ প্রয়োগ করলে ক্লাসিকাল হোমিও চিকিৎসায় আইবিএস পুরোপুরি নির্মূল হয়ে যায়। এজন্য একজন আইবিএস রোগীকে অভিজ্ঞ ক্লাসিক্যাল হোমিও চিকিৎসকের তত্ত্বাবধানে দীর্ঘমেয়াদি চিকিৎসা গ্রহণ করা উচিত।
# হোমিও চিকিৎসা নিয়েও কোন আইবিএস রোগী পুরোপুরি সুস্থ হতে পাৱে না? অনেক সময় দেখা যায়, সামান্য জ্বর ভালো হতে চায় না। জ্বরের প্রকৃত কারণ নির্ণয় করতে না পারার জন্য। ঠিক কিছু কিছু আইবিএস রোগী আছে যাদের কোনো কারণই খুঁজে পাওয়া যায় না। এসব আইবিএস রোগীকে পুরোপুরি সুস্থ করা কঠিন হয়ে যায়।
আরেকটি কারণ হলো আইবিএস রোগী অল্প সময়ে পুরোপুরি সুস্থ হতে চায়। কয়েকদিনের ওষুধ খেয়ে একটু আরাম পেল। পরবর্তী আৱ চিকিৎসা গ্রহণ করে না।
কিছু রোগী আছে, যাৱা ঘনঘন ডাক্তার পরিবর্তন করে এবং ভাবে হোমিওতে এ ৱোগ ভালো হবে না। মন যদি দুর্বল হয়ে যায় সে ক্ষেত্রে সুস্থ হওয়া কঠিন ।
#IBS
0 comments:
Thanks a million for visiting and your valuable review.