**ইজি লাইফ স্টাইল & হোমিও**
আজকে আমরা জানব কিভাবে গর্ভবতী মায়ের পরিচর্যা ও কিছু নিয়ম মেনে চললে নরমাল ডেলিভারি সম্ভব হয় ,অবশ্যই নর্মাল ডেলিভারি জন্য মাকে মানসিক প্রস্তুতি নিতে হবে।
বর্তমানে সিজারিয়ান ডেলিভারি একটি ফ্যাশনে পরিবর্তন হয়েছে কিন্তু আমরা সবাই জানি সিজারিয়ান ডেলিভারি স্বাস্থ্যের জন্য এবং বাচ্চার জন্য অনেক ক্ষতি করে I তাই যতটা সম্ভব সিজারিয়ান ডেলিভারি থেকে বিরত থাকতে হবে।
যদি আপনার কোন বড়োসড়ো জটিলতা না থেকে থাকে তবে আপনি অবশ্যই নর্মাল ডেলিভারি করাতে পারবেন I
যদি সামান্য কিছু নিয়ম কানুন মেনে চলেন এবং সঠিক হোমিওপ্যাথি চিকিৎসা নেন তাহলে অবশ্যই আমি বলবো নরমাল ডেলিভারি শতকরা 95 ভাগ সম্ভব ।
এজন্য অবশ্যই মাকে কিছু নিয়ম কানুন আগে থেকেই মেনে চলতে হবে I
এই কথাটা বেশি তাদের জন্য প্রযোজ্য যারা বিয়ের দীর্ঘদিন পর বাচ্চা নিতে চান I
এখন কথা না বাড়িয়ে আমি কিভাবে কি কি নিয়ম কানুন মেনে চললে গর্ভবতী মায়ের পরিচর্যাও হবে এবং সেইসাথে নরমাল ডেলিভারি হওয়া সম্ভব এবং তার সম্ভাবনা প্রায়ই 95 ভাগ, তা আপনাদের সাথে শেয়াৱ কৱবো।
# প্রথমেই গর্ভবতী মাকে পুষ্টিকর খাবার খেতে হবে।
# পর্যাপ্ত পানি পান করতে হবে।
# মানসিক চাপমুক্ত থাকতে হবে
# হাসিখুশি জীবনযাপন করতে হবে
# হালকা ব্যায়াম ও বিশ্রাম নিতে হবে।
**ইজি লাইফ স্টাইল & হোমিও**
হোমিও চিকিৎসা--------
# গর্ভের প্রথম মাস ক্যালকেরিয়া ফ্লোর 12X রোজ রাতে গরম দুধের সাথে খাবেন। এরপর থেকে প্রতি সপ্তাহে একদিন খাবেন।
# গর্ভের দ্বিতীয় মাস ফাইভ ফস 6X রোজ গরম দুধের সাথে দিনে দুইবার খাবেন।
# গর্ভের তৃতীয় মাস ফাইভ ফস 12x রোজ দিনে দুইবার গরম দুধের সাথে খাবেন।
ক্যালসিয়াম ও আয়রনের ঘাটতি না থাকলে আর খাওয়ার প্রয়োজন নেই।
**ইজি লাইফ স্টাইল & হোমিও**
# গর্ভের শেষ 2/3 সপ্তাহ কলোফাইলাম 30 শক্তি প্রতিদিন একবার করে খাবেন। আর যদি কষ্টকর প্রসবের সম্ভাবনা থাকে সিমিসিফিউগা 30 শক্তি রোজ সকালে একবার করে খাবেন।
# বাচ্চার পজিশন যদি ঠিক না থাকে তাহলে পালসেটিলা 200 শক্তি এক সপ্তাহ একবার করে খাবেন। প্রয়োজনে উচ্চ শক্তি। বাচ্চার পজিশন ঠিক রাখার জন্য পালসেটিলার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
প্রসবের ব্যথা উঠলে সহজ ও সুন্দর প্রসবের জন্য পালসেটিলার উচ্চ শক্তি ব্যবহার করতে হয়। বিফলে মেডোরিনাম উচ্চ শক্তি খাওয়ালে দ্রুত সহজ-সুন্দর প্রসব হয়।Easy Lifestyle & Homeo
তবে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়েই খাওয়াতে হবে।
#EasyLifestylehomeo
আমি ফল পেয়েছি।
উত্তরমুছুনআসলেই ভালো
উত্তরমুছুনGood
উত্তরমুছুন