মানব দেহের নীরব ঘাতক হেপাটাইটিস বি ও তার কার্যকরী হোমিও চিকিৎসা।

  • at ৫/১৫/২০২২ ০৩:৪৫:০০ AM -
  • 1 comments


সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ এই নীরব ঘাতক হেপাটাইটিস ভাইরাসে আক্রান্ত হয় এবং 90% মানুষ জানতে পারে না যে, তারা শৱীৱ এই ভাইরাস বহন করছে। হেপাটাইটিস এ, বি, সি, ডি, ও ই এই পাঁচ ধরনের ভাইরাস মানুষের লিভারে সংক্রমিত হতে দেখা যায। এরমধ্যে হেপাটাইটিস বি' ও সি' সবচেয়ে মারাত্মক। আজকের আলোচনা হেপাটাইটিস-বি নিয়ে। হেপাটাইটিস বি'ৱ দুইটি অবস্থা থাকে যথাক্রমে একিউট ও ক্রনিক অবস্থা। যখন কোন মানব দেহের লিভারে বি ভাইরাস সংক্রমিত হয় এবং ছয় মাসেৱ মধ্যে তেমন কোন লক্ষন প্রকাশ পায় না। অর্থাৎ চিকিৎসা ছাড়াই 90% লোক সম্পূর্ণ ভালো হয়ে যায়।একেই হেপাটাইটিস-বি এর একিউট অবস্থা বলে। আৱ ছয় মাসের অধিক সময় ধরে যদি রক্তে হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ থাকে তখন একে হেপাটাইটিস বি এর ক্রনিক অবস্থা বলে। ক্রনিক অবস্থায় গেলে এৱ নেগেটিভ হওয়ার সম্ভাবনা থাকে না। বেশিরভাগ ক্ষেত্রেই দীর্ঘ সময় ধরে মানবদেহে হেপাটাইটিস বি পজিটিভ হওয়ার সত্তেও তেমন কোনো লক্ষণ প্রকাশ পায় না। তাই এই ঘাতক রোগটি নীৱবে মানব দেহে বাসা বাধে এবং এক সময় লিভার সিরোসিস বা লিভার ক্যান্সারে পরিণত হয়ে মৃত্যু ডেকে নিয়ে আসে। এজন্য সবারই সতর্ক থাকা উচিত এবং হেপাটাইটিস বি পজিটিভ হলো মানেই মৃত্যু নয়। তাই এর চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণ রেখে একটা সুস্থ স্বাভাবিক মানুষের মতো জীবন যাপন ও চলাফেরা করা সম্ভব। বাংলাদেশে অনেক হেপাটাইটিস বি পজিটিভ রোগী আছেন। যারা জেনেশুনেও কোন লক্ষণ না থাকায় চিকিৎসা নেন না। কারণ হতে পারে দারিদ্রতা কিংবা লক্ষণ না থাকায় উদাসীনতা।

আপনার দেহের হেপাটাইটিস বি ভাইরাস আছে কিনা? তা নিশ্চিত হওয়ার জন্য নিজেই এই রক্ত পরীক্ষা করে নিতে পারেন- HBsAg

# হেপাটাইটিস-বি'ৱ কার্যকরী   হোমিও চিকিৎসা- হেপাটাইটিস বি ভাইরাসের সংক্রমণ ৱোধ ও এর দ্বারা সৃষ্ট লিভারে প্রদাহ নিয়ন্ত্রণের জন্য হোমিও চিকিৎসা খুবই কার্যকরী। হোমিওপ্যাথি একটি লক্ষণভিত্তিক চিকিৎসা হওয়ায় ক্লাসিক্যাল হোমিওপ্যাথিৱ মাধ্যমে হোমিওৱ ধাতুগত/ গঠনগত চিকিৎসা সর্বোত্তম। এছাড়াও মানব দেহের লিভার এ্যাক্ট হোমিও মেডিসিন হিসেবে লাইকো, নেট্রাম সালফ, নেট্রাম ফস, চেলিডেনিয়াম, কার্ডুয়াস মেরি, আয়োডিয়াম, সিয়ানান্থাস অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে।

সহজ চিকিৎসা হোমিওপ্যাথি
দূর হয় কঠিন দুরারোগ্য ব্যাধি।

#Easylifestylehomeo
#HepatitisB

Author

Written by Admin

.

1 টি মন্তব্য:

Thanks a million for visiting and your valuable review.

All posts

জেনে নিন, হোমিও চিকিৎসা কখন সেৱা ও সর্বোচ্চ কার্যকরী চিকিৎসা?

একজন সুস্থ স্বাভাবিক মানুষ দৈনন্দিন জীবনের কাজকর্ম ও জীবনযাপন নৱমাল ভাবে চলে।  কিন্তু হঠাৎ করেই যদি শরীরে কোন রকম সমস্যা দেখা দেয়। তখন স্...