# দ্রুত বীর্যপাত কি?
যৌনসঙ্গমকালে পুরুষের দ্রুত বীর্যপাত যাকে ইংরেজিতে বলা হয় প্রিম্যাচিওর ইজ্যাকিউলেইশন। এটি একটি সাধারণ যৌনগত সমস্যা। কিছু বিশেষজ্ঞের মতে প্রতি তিনজন পুরুষের মধ্যে একজনকে এ সমস্যায় আক্রান্ত হতে দেখা যায়। স্ত্রী যোনীতে পুরুষাঙ্গ প্রবেশের পর অঙ্গ চালনার পরিণতি হিসেবে বীর্যপাত হয়ে থাকে। যোনীতে লিঙ্গ প্রবেশের সময় থেকে বীর্যপাত অবধি সময়কে বলা হয় বীর্যধারণ কাল। কতক্ষণ অঙ্গচালনার পর বীর্যপাত হবে তার কোন সুনির্দ্দিষ্ট বা আদর্শস্থানীয় সময় নেই। পুরুষে পুরুষে, বয়সের তারতম্যে বা পরিবেশভেদে বীর্যধারণ ক্ষমতা বিভিন্ন হতে দেখা যায়। তবে নিয়মিত যদি যোনীতে লিঙ্গ প্রবেশের পূর্বে বা প্রবেশের এক মিনিটের মধ্যেই বীর্যপাত হয়ে যায় তবে তাকে দ্রুতস্খলন সমস্যা হিসেবে বিবেচিত হবে। এর ফলে পুরুষ প্রযোজনীয় সময় ধরে অঙ্গচালনার সুখ থেকে বঞ্চিত হয় এবং স্ত্রীর চরমানন্দ লাভের আগেই সঙ্গমের সমাপ্তি হয়।
# দ্রুত বীর্যপাতের কারণ: পুরুষের দ্রুত বীর্যপাতের সঠিক কারণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। তবে এর পেছনে অনেক কারণ থাকতে পারে। এরমধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে-
* মনমরা ও মনে বিষণ্নতা থাকায় মানসিকভাবে বিপর্যস্ত হয়। তাই মানসিক কারণে ও পুরুষের দ্রুত বীর্যপাত হতে পারে।
* শারীরিক বিভিন্ন সমস্যা বা রোগ-বালাইয়ের কারনেও দ্রুত বীর্যপাত হয়
* বিভিন্ন ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া যেমন স্টোরয়েড জাতীয় ওষুধ দীর্ঘদিন খেলে বীর্য পাতলা হয়ে যায় এবং দ্রুত বীর্য পাত হয়
* কিশোর বয়স থেকে হস্তমৈথুন কিংবা অতিরিক্ত যৌন মিলনেৱ কারনেও দ্রুত বীর্যপাত হতে পারে
এছাড়াও জিনগত কারণে পুরুষের দ্রুত বীর্যপাত হতে পারে।
# দ্রুত বীর্যপাতের সমাধান: পুরুষের দ্রুত বীর্যপাত একটি মারাত্মক সমস্যা। আর এই সমস্যার সমাধানে দুটি পথ অবলম্বন করলে সহজেই সমাধান করা সম্ভব। প্রথমত মানসিক ও নৈতিক পরিবর্তন আনতে হবে এবং সেইসাথে জীবন যাপনেও পরিবর্তন আনতে হবে।
দ্বিতীয়তঃ উপযুক্ত চিকিৎসা গ্রহণ করতে হবে। এক্ষেত্রে আপনি একজন ভাল ক্লাসিকাল হোমিওপ্যাথিৱ চিকিৎসা নিতে পারেন। কারন অনেকেই দেখেছি যৌন উত্তেজনা বৃদ্ধি করে এমন ঔষধ ইন্টারনেট থেকে, বই পড়ে অথবা কারো পরামর্শ কিনে খায়। যেমন ডমিয়ানা, জিনসেং, এগনাস কাস্ট, অশ্বগন্ধা, বিউফো রানা, টিটেনিয়াম , পেটেন্ট আর ফরটি ওয়ান ইত্যাদি। কিন্তু এরকম চিকিৎসায় আপনার সমাধান হবে না। কারণ এই ওষুধগুলো শুধু উত্তেজনা বৃদ্ধি করে ঠিকই কিন্তু বীর্যপাত দ্রুতই হয়। তাই এই সময়টাই আপনার যৌন উত্তেজনা বৃদ্ধির দরকার নেই। কারণ দ্রুত বীর্যপাত হয় এমন রোগীর উত্তেজনা এমনিতেই বেশি থাকে। সমস্যা উত্তেজনা ধরে রাখতে পারে না অতি দ্রুত বীর্যপাত হয়। তাই আপনার দরকার স্টাবিলিটি অর্থাৎ সময় নিয়ে যেন বীর্যপাত হয়। এজন্য আপনাকে হোমিওপ্যাথির গঠনগত মায়াজমিক চিকিৎসা নিতে হবে।
আর যেসব পুরুষ/নাৱীৱ যৌন চাহিদা কম বা সঙ্গমে লিপ্ত হওয়ার আকাঙ্ক্ষা কমে গেছে, তাদেৱ চিকিৎসা অনেক সহজ এবং 100% সফল। হোমিও চিকিৎসায় আপনাৱ যৌন চাহিদা প্রায় 22 বছৱেৱ ন্যায় হবে। ইনশাল্লাহ।























.jpeg)






0 comments:
Thanks a million for visiting and your valuable review.