আঁচিল প্রতিরোধে ও সারিয়ে তুলতে হোমিওপ্যাথিক চিকিৎসা অনেক বেশি জনপ্রিয় এবং ফলপ্রদ। কোন কাটা ছেঁড়া,কোন অপারেশন কিংবা কোন রক্তপাত ও ব্যথা ছাড়াই খুব সহজেই আঁচিল থেকে আপনি মুক্তি পেতে পারেন। ত্বক ঠিক আগেৱ অবস্থা ফিরে পায়। তাই আঁচিল সারিয়ে তুলতে হোমিওপ্যাথি চিকিৎসা এক বিশাল স্থান দখল করে আছে। নিম্নে আঁচিলেৱ চিকিৎসায় ব্যবহৃত সেরা কয়েকটি হোমিও ঔষধের লক্ষণ ভিত্তিক আলোচনা করা হল:
# থুজা অক্সি-
আঁচিল যদি ফুলকপির মতো দানা দানা খাঁজ কাটা হয় তখন থুজা ব্যবহার করা হয়। সাধারণ মানুষের কাছে থুজা আঁচিলের একমাত্র ঔষধ হিসবে বিবেচিত। প্রায় সব ধরনের আঁচিল ভালো করার ক্ষমতা রয়েছে থুজাৱ।
# নাইট্রিক এসিড-
আঁচিল ফুলকপির মতো দেখতে হয় কিন্তু সামান্য নড়াচড়া লাগলেই রক্তপাত হয় এবং যৌনাঙ্গের আশেপাশে যে সমস্ত আঁচিল হয়, তখন নাইট্রিক অ্যাসিড ব্যবহারে আঁচিল সেরে যায়।
# কস্টিকাম-
অনেকদিন আগের অর্থাৎ পুরাতন আঁচিলের জন্য কস্টিকাম। নরম ক্ষুদ্র আকৃতির এবং দেখতে চেপ্টা এরকম আঁচিল। আরও স্পষ্ট করে বললে যেসব আঁচিল চোখের পাতায়, নাকের ডগায়, ঘারে, হাতের আংগুলে ও নখের ধারে হয় এবং দেখতে কিছুটা শিংয়ের মত, এসব আঁচিলে কষ্টিকাম খুব ভালো কাজ করে। তবে থুজাও ব্যবহার করা যায়। বিফলে কস্টিকাম।
# ষ্ট্যাফেসাইগ্রিয়া-
যদি কোন রোগীর পারদের অপব্যবহারের মাধ্যমে উৎপন্ন সাইকোটিক দোষযুক্ত ফুলকপির মতো বড় ধরণের আঁচিলের সঙ্গে একজিমা ও দাঁতের রোগ/ দাঁতে ক্ষয় থাকে সেক্ষেত্রে ষ্ট্যাফেসাইগ্রিয়া ভাল কাজ করে। এছাড়াও চোখের পাতায় আঁচিলেৱ ক্ষেত্রেও স্ট্যাফিসেগ্রিয়া খুব ভালো কাজ করে।
# সেবাইনা-
শিশুদের শরীরে গুড়ি গুড়ি আঁচিলের ভিতর থেকে ভাতের মতো পদার্থ বের হলে সেবাইনা প্রয়োগ করা যাবে। সেবাইনাতে ফল না হলে কস্টিকাম প্রয়োগ করতে হবে।
# ব্যারাইটা কার্ব-
যারা সহজ সরল ও লাজুক প্রকৃতির। শিশুৱ ন্যায় আচরণ করে এবং মিষ্টি অপছন্দ, এসব মানুষের শরীরের আঁচিল ভাল কৱতে ব্যারাইটা কার্ব।
# ক্যালকেরিয়া কার্ব-
যাদের দেহ মোটাসোটা এবং মাথা ও পেটটা বড়। সিদ্ধ ডিম ও মিষ্টি খেতে পছন্দ করে এবং শীতকাতর । এসব রোগীর দেহে আঁচিল ভালো করতে ক্যালকেরিয়া কার্ব।
এছাড়াও মানবদেহের আঁচিল ভালো করতে হোমিওপ্যাথিক লক্ষণ বিচারে আরো অনেক ঔষধ আসতে পাৱে। তাই একজন হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শে ওষুধ গ্রহণ করবেন।
**ইজি লাইফ স্টাইল & হোমিও**
সহজ চিকিৎসা হোমিওপ্যাথি
দূর হয় কঠিন দুরারোগ্য ব্যাধি।
























.jpeg)






0 comments:
Thanks a million for visiting and your valuable review.