টনসিল কি?
টনসিল শব্দটির সাথে আমরা প্রত্যেকেই কম-বেশি পরিচিত। আমাদের প্রত্যেকেই জীবনে কখনো না কখনো অল্প-বেশি টনসিলের সমস্যায় পড়েছি।টনসিল ইনফেকশন সাধারণত তিন থেকে ১২ বছরের বাচ্চাদের মধ্যে বেশি দেখা যায়। তবে বড়দের ক্ষেত্রে যে একেবারেই হয় না তাও নয়। টনসিল হলো আমাদের শরীরের প্রতিরোধ ব্যবস্থার একটি অংশ এবং আমাদের মুখের ভেতরেই চারটি গ্রুপে তারা অবস্থান করে। এদের নাম লিঙ্গুয়াল, প্যালাটাইন, টিউবাল ও এ্যাডেনয়েড। এই টনসিলগুলোর কোনো একটির প্রদাহ হলেই তাকে বলে টনসিলাইটিস।
# টনসিল প্রদাহের কারণসমূহ—
*কোল্ডনেস বা ঠাণ্ডা লাগাজনিত ও শীতকালীন আবহাওয়া।
*স্যাঁতস্যাতে স্থানে বসবাস, কাজ এবং অবস্থান কৱা।
* অতিরিক্ত মদ্যপান ও ধূমপান।
* বিভিন্ন ব্যাকটেরিয়া ও ভাইরাল ফ্লুতে আক্রান্ত হওয়া।
# টনসিল প্রদাহের লক্ষণ বা উপসর্গসমূহ :
গিলতে কষ্ট হওয়া, জিহ্বা ও কর্ণমূলে ব্যথা, জ্বর এবং ঠাণ্ডালাগার অনুভূতি হওয়া, মাথা ব্যথা, গলায় ব্যথা ও ক্ষতবোধ, চোয়াল এবং গলায় স্পর্শকাতরতা, গলার দুই পাশের গ্রন্থি বা লিম্ফনোড বড় হয়ে যাওয়া, গলায় সাদা বা হলুদ দাগ থাকতে পারে, গলা খুশখুশ করে আক্ষেপিক কাশি, শিশুদের মধ্যে ক্ষুধামন্দাভাব দেখা দিতে পারে, নিঃশ্বাস নিতে ফেলতে সমস্যা, টনসিল ফুলে খুব বড় হলে খাবার খেতে বা পান করতে সমস্যা হতে পারে।
# টনসিল প্রদাহের জটিলতা—
* ক্রনিক বা দীর্ঘস্থায়ী টনসিল প্রদাহ ফুলে থাকা।
* দীর্ঘস্থায়ী শ্বাসনালীতে প্রতিবন্ধকতা, ঘুমের মধ্যে শ্বাসকষ্ট বা ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে।
* খেতে বা গিলতে সমস্যা হওয়া।
*কথাবার্তায় জড়তা বা অস্বাভাবিকতা।
* ক্রনিক কর্ণমূল প্রদাহ।
* হার্টের কপাটিকার রোগ।
* ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস। এ ছাড়াও স্কারলেট ফিভার, বাতজ্বর এবং বিভিন্ন ধরনের হূদরোগও হতে পারে।
# টনসিল ডায়াগনোসিস—
* কফ কালচার করলে সংক্রমণকারী জীবাণু সম্পর্কে জানা যায়।
* CBC-তে সাধারণত শ্বেত রক্তকণিকার পরিমাণ বাড়তি প্রকাশ পায়।
* ফিজিক্যাল এক্সজামিন কৱেও টনসিলাইটিস নির্ণয় করা যায়।























.jpeg)






0 comments:
Thanks a million for visiting and your valuable review.