শীত প্রায় চলেই এসেছে। আর এই শীতের সাথে কিছু রোগেৱ দেখা পাওয়া যায়। যেমন সাধারণ সর্দি-জ্বর, কাশি, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, হাঁপানি, আমাশয় ও বাতের রোগীদের বাতের ব্যথার তীব্রতা বৃদ্ধি পায়। তো আজকে আলোচনা করব নিউমোনিয়ার সহজলভ্য সেৱা ও কার্যকরী হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে। কারণ বাংলাদেশে এই শীতকালে বহু শিশু নিউমোনিয়ায় মারা যায়। শুধু শিশু নয়, বয়স্ক বৃদ্ধ সহ সবাই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে অনেক কষ্ট পায়। এমনকি শ্বাসকষ্টের কারণে প্রাণহানি ঘটে। আগের পোস্টে নিউমোনিয়া কি? এৱ কারণ, লক্ষণ নিয়ে আলোচনা করা হয়েছে। তাই আজ নিউমোনিয়ার সেরা ও কার্যকরী হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে আলোচনা করব-
# একোনাইট ন্যাপ- হঠাৎ করে আপনার বা আপনার শিশুর সর্দি জ্বর দেখা দেয় এবং খুব অল্পসময়ের মধ্যেই মানে দুই ঘণ্টার মধ্যে যদি সর্দি জ্বর শ্বাসকষ্ট চরম আকার ধারণ করে। রোগী কাতরাতে থাকে বা অস্থির হয়ে যায় ছটফটানি দেখা দেয় সাথে মৃত্যু ভয় থাকে ও পানির পিপাসা পায়। তাহলে একোনাইট ন্যাপ হোমিও ওষুধটি 30 মিনিট অন্তর 2 মাত্রা দিন। ইনশাল্লাহ আল্লাহর রহমতে রোগী সুস্থ হয়ে যাবে।
# ব্রায়োনিয়া- শুষ্ক কাশি যুক্ত বুকে জমাট বাধা কফ সহ শ্বাসকষ্ট। এমন নিউমোনিয়ার রোগীর জন্য আল্লাহর এক বিশেষ রহমত ব্রায়োনিয়া হোমিও ঔষুধটি। হ্যাঁ, যাদের বুকে কফ জমে আছে। কাশি হচ্ছে কিন্তু কফ উঠছে না, মনে হচ্ছে কফ/শ্লেমা উঠলে আরাম পাওয়া যেত। বুকে কফ জমে থাকার কারণে শ্বাসকষ্ট দেখা দিচ্ছে বা দিতে পারে। নড়াচড়া করলে বা বাহিরে গেলে রোগীর কাশি বা শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে। এসময় শিশুরা কোলে উঠতে চায় না বা কোলে থাকতে চায় না। ৱোগীৱ কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে। এমন নিউমোনিয়া রোগীর ক্ষেত্রে ব্রায়োনিয়া চমৎকার ঔষুধ। কয়েক মাত্রা ব্রায়োনিয়া রোগীর কফ পাতলা কৱে দেয়। ফলে কাশির সাথে ও পায়খানার সাথে কফ বের হয়ে যায় এবং রোগীর সুস্থতা লাভ করে।
# এন্টিম টার্ট- এন্টিম টার্ট হলো নিউমোনিয়ার আরেকটি মহামূল্যবান হোমিও ঔষুধ। নিউমোনিয়ার ক্ষেত্রে ব্রায়োনিয়ার ৱোগীৱ লক্ষণ থেকে এন্টিম টার্ট রোগীর লক্ষণ বিপরীতধর্মী। যেসব নিউমোনিয়া রুগীৱ পাতলা কফসহ কাশি ও শ্বাসকষ্ট দেখা দেয়। রোগীর বুকে সাই সাই, গড় গড় শব্দ করে। কাশির সাথে কফ উঠে। কিন্তু আরাম লাগে না। জিহবার উপর সাদা আস্তরণ পড়ে। শিশুরা কোলে থাকতে চায়। এক কোল থেকে আরেক কোলে যায় এবং ঘ্যান ঘ্যান করে এবং কাশির সাথে বমি করে দেয়। এসব লক্ষণ কোন রোগীৱ মধ্যে পাওয়া গেলে এন্টিম টার্ট। কোনো শিশু বা বয়স্ক ব্যক্তিৱ যে কোন টিকা নেওয়ার পর নিউমোনিয়া হলে এন্টিম টার্ট আরোগ্য এনে দিবে।
# ফসফরাস- যদি কোন নিউমোনিয়া রোগীর লক্ষণ ব্রায়োনিয়া ও এন্টিম টার্ট রোগীর লক্ষণেৱ মাঝা মাঝী লক্ষণ দেখা যায় এবং যাদের সন্ধ্যায় কাশি বা শ্বাস কষ্ট বৃদ্ধি পায়, তবে ফসফৱাস।























.jpeg)






0 comments:
Thanks a million for visiting and your valuable review.