# কান্না: আমরা সবাই জানি শিশু ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গেই চিৎকার করে কান্না শুরু করে দেয়। এটা হলে একদম স্বাভাবিক। কিন্তু যদি কান্না না করে, এটা একটা সমস্যা। এক্ষেত্রে আমরা হোমিওর প্রাথমিক চিকিৎসা টা অবলম্বন করতে পারি। একোনাইট 30 ঔষধটি পানির সাথে মিশে তিন ঘন্টা অন্তর 2 ডোজ খাওয়াতে পারি। আবার দেখা গেল যে শিশু অনবরত কান্না করতেছে। কোনভাবেই কান্না থামানো সম্ভব হচ্ছে না। ঘন্টার পর ঘন্টা কান্নাকাটি করতেছে। এক্ষেত্রে সিফিলিনাম 200 একমাত্রা খাওয়াতে পারি। আশা করি অবশ্যই আশানুরূপ ফল পাওয়া যাবে।চ
# প্রসাবে ও পায়খানা: জন্মের 12 থেকে 24 ঘণ্টার মধ্যে যদি শিশু প্রস্রাব পায়খানা না করে তবে একোনাইট 30 তিন ঘন্টা অন্তর 2 ডোজ। এতে কাজ না হলে নাক্স ভোম 30/ ওপিয়াম 30 তিন ঘন্টা অন্তর 2 ডোজ। ইনশাল্লাহ আল্লাহ রহমতে শিশুর সমস্যার সমাধান হবে।
# সর্দি: নবজাত শিশু ভূমিষ্ঠ হওয়ার দিনেই যদি সর্দি দেখা দেয় তাহলে ডালকামরা 30 তিন ঘন্টা অন্তর অন্তর 3 ডোজ। ব্যর্থ হলে সাম্বুকাস, লাইকো।
# দুধ না খাইলে: নবজাত শিশু জন্মের পর যদি স্তন না টানিলে চায়না 6X 3 তিন ঘন্টা অন্তর অন্তর খাবে।শিশুকে যদি ওষুধ খাওয়ানো সম্ভব না হয় সেক্ষেত্রে শিশুটির মা ওষুধ খেয়ে শিশুকে দুধ খাওয়ালে হবে।
![]() |
| সদ্য জম্ম নেওয়া শিশু |
*** আপনার নিকটস্থ কোনো হোমিও ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধ খাওয়ানো উত্তম।























.jpeg)






খুব ভাল লাগল
উত্তরমুছুনঅনেক সহজ চিকিৎসা
উত্তরমুছুনহোমিও চিকিৎসা খুবই ভাল
উত্তরমুছুন