ক্রনস ডিজিজ হলো একপ্রকার অন্ত্রের প্রদাহজনিত এবং আইবিডি ৱ অন্তর্ভুক্ত একটি ৱোগ। এটা পাচকতন্ত্রের একটা দীর্ঘস্থায়ী প্রদাহের দশা এবং এর ফলে মুখ থেকে শুরু করে মলদ্বার পর্যন্ত যে কোনও অঙ্গকে প্রভাবিত হতে পারে বা আলসার আকারে দেখা দিতে পারে। এই অসুখটি বেশিরভাগ উন্নত দেশে দেখা যায় এবং সম্ভবত শহুরের জীবনযাপনের প্রভাবে বেশি হয়। এর প্রভাব গোটা বিশ্বে 0.3% ছাড়িয়ে গিয়েছে।
# এর প্রধান লক্ষণ ও উপসর্গগুলি--
প্রাথমিকভাবে,ক্রনস ডিজিজ ক্ষুদ্ৰান্তে নিম্নভাগকে বেশি প্রভাবিত করে। লক্ষণ এবং উপসর্গগুলি মৃদু থেকে তীব্র হতে পারে এবং সাধারনত ধীরে ধীরে এটা বাড়তে থাকে, কিন্তু কখনও হঠাৎই দেখা দিতে পারে। সাময়িকভাবে উপশম হয়ে যেতেও পারে, কোনো স্পষ্ট লক্ষণ ও উপসর্গ না থাকলে। সাধারণত, যখন এই অসুখটি সক্রিয় থাকে, তখন যে উপসর্গগুলি দেখা যায় তা হলো--
* লাগাতার পাতলা পায়খানা
* পেটে ব্যথা করা
* পায়খানাৱ সাথে ৱক্ত যাওয়া
* সকাল-সন্ধ্যায় জ্বর জ্বর ভাব, মাথায় তাপমাত্রা বেড়ে যাওয়া ও শরীরে ক্লান্তি দেখা দেয়।
* খারাপ হজমশক্তি ও ওজন কমে যাওয়া
*ফিস্টুলা দেখা দেওয়ার ফলে মলদ্বারে ব্যথা
* ক্রনস ডিজিজ বা প্রদাহ খুব বেশি বেড়ে গেলে
চোখ, গাঁট ও চামড়ায় প্রদাহ, লাল লাল ৱাশ দেখা দেয়, বমি ভাব ও খাবারে রুচি কমে যায়।
তবে রোগীভেদে লক্ষণগুলো ভিন্ন ভিন্ন হতে পারে।
# হোমিও চিকিৎসা: ক্রনিক মানে পুরাতন ও জটিল রোগের ক্ষেত্রে হোমিও চিকিৎসা অত্যন্ত কার্যকরী ও মানবদেহের জন্য আশীর্বাদ। 90% হোমিও ঔষুধ প্রাকৃতিক/গাছেৱ পাতা, মূল, ফুল ও ফল থেকে তৈরি। তাই পার্শপ্রতিক্রিয়া নাই বললেই চলে। তাছাড়া চিকিৎসা ব্যয় অনেক কম। যেহুত ক্রনিক ডিজিজ একটি দীর্ঘমেয়াদী রোগ মানে ভালো হয়না। আৱ নিয়ন্ত্রণ রাখার জন্য দীর্ঘমেয়াদি/ সাৱা জীবন মেডিকেশন নিতে হয়। এতে ঔষধেৱ মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়ায় পড়তে হয়। সেদিক থেকে হোমিও চিকিৎসা অনন্য। ক্রনস ডিজিজ এর জন্য কোন নির্দিষ্ট ঔষধ হোমিওপ্যাথিতে নেই। তবে রোগীর সার্বিক লক্ষণ বিবেচনায় যে কোন ঔষধ আসতে পাৱে যা দিয়ে ক্রনস ডিজিজ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ভাগ্য প্রসন্ন হলে হোমিও চিকিৎসায় রোগী পুরোপুরি সুস্থ হয়ে যেতে পারে।
Top most 6 remedy for Corn's disease-
* Arsenic Iod
* Hydrastis can
* Merc Sol
* Nux Vom
* Nitric Acid
* Phosphorus
সহজ চিকিৎসা হোমিওপ্যাথি
দূর হয় কঠিন দুরারোগ্য ব্যাধি।
#EasyLifestyleHomeo
#Classicalhomeo
#cronsdisease
0 comments:
Thanks a million for visiting and your valuable review.