রমজানে পেটেৱ কিছু সমস্যা ও হোমিওপ্যাথি চিকিৎসা।

  • at ৫/১৫/২০২২ ০২:৫১:০০ AM -
  • 0 comments


সারাদিন রোজা থেকে  ইফতারের সময় মুখরোচক খাবার খেতে সবারই ভালো লাগে।  কিন্তু এই মুখরোচক খাবার গুলো অনেকেরই পেটে বিভিন্ন রকম সমস্যা করে থাকে।  যেমন পেট ফোলাভাব,  অন্ননালী ও বুক জ্বালাপোড়া, পেটেৱ মধ্যে গুড়গুড় শব্দ করা সহ গ্যাস অম্বল দেখা দেয় । তাছাড়া সারাদিন না খেয়ে থাকাৱ পৱ  একসাথে অনেক পানি ও খাবার খাওয়ার কারনেও বিভিন্ন সমস্যা দেখা দেয়।  তাই সবারই উচিত  ইফতারের সময় স্বাস্থ্যসম্মত অল্প পরিমাণ খাবার খাওয়া ও কিছু সময় বিরতি দিয়ে অল্প অল্প করে পানি খাওয়া। এতে শরীরে ক্লান্তি ভাবও আসবেনা এবং বিভিন্ন সমস্যা দেখা দিবে না। আৱ  প্রয়োজনে সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান থেকে বেছে নেয়া হোমিওপ্যাথিক ঔষুধগুলো পেটেৱ সমস্যাৱ ক্ষেত্রে খুবই উপকারি। হোমিওপ্যাথি চিকিৎসায় পেট থেকে বায়ু বের করতে খুব সাহায্য করে, ফলে রোগী স্বস্তি পায়। পেটে ব্যথা, জ্বলন এবং অন্যান্য সম্পর্কিত লক্ষণগুলি প্রাকৃতিক হোমিওপ্যাথিক ঔষুধের ব্যবহারে ভাল হয়ে যায়। আপনি রমজান মাসে  পেটের বিভিন্ন সমস্যায় চিকিৎসার জন্য ব্যবহার করতে পারেন এমন কিছু হোমিওপ্যাথিক ওষুধের একটি তালিকা নিচে দেওয়া হল-

# কার্বো ভেজ: এটি ফোলাভাব এবং গ্যাসের চিকিৎসায় অন্যতম সেরা একটি হোমিওপ্যাথি ঔষধ। সাধারণত এই ওষুধটাই সবচেয়ে বেশি দেওয়া হয় বিশেষ করে যখন গ্যাস জমে জমে ফোলাভাবের সঙ্গে ঢেকুরও ওঠে। পেটে জমা হওয়া বাতাস অনেক রোগীর শ্বাসকষ্টের জন্ম হতে পারে, সব ক্ষেত্রে এই জাতীয় ঔষুধটি বিস্ময়করভাবে কাজ করে বলে পরিচিত।

#  এবিস নায়াগ্রা: এটি বেদনাদায়ক ফোলা ভাবের জন্য একটি প্রাকৃতিক হোমিওপ্যাথিক ওষুধ। যা বুক ধড়ফড়ের ক্ষেত্রেও কাজে আসে। এই জাতীয় ক্ষেত্রে, পেট জ্বলুনির সঙ্গে হঠাৎ পেটে মোচড় দেওয়াও রয়েছে।

# ম্যাগনেসিয়াম ফস: গ্যাস এবং ফোলাভাব থেকে যখন পেটে অসহনীয় ব্যথা হয়, ঢেকুর বা হিক্কা ওঠে,তখন ঔষধটি ব্যবহার করা যেতে পারে। 

# কলচিকাম:  যাদের গ্যাসে পেট ফুলে থাকে। খাবারের গন্ধ একেবারেই সহ্য হয় না,  যেন বমি আসে। সেহেৱীৱ সময় কিছুই খেতে পারেন না।

#  আইরিশ ভার্স:  যাদের অম্বল বা গ্যাসের কারণে  পেট, বুক,অন্ননালী জ্বালাপোড়া কৱে,  শিৱ শির কৱে, তারা এই ঔষধটি গ্রহণ করতে পারেন।

# রাফানাস: গ্যাস পেটের স্বাভাবিক হজম প্রক্রিয়াটিকে বাধা দেয়। গ্যাসের কারণে পেট শক্ত হয়ে যায় অর্থাৎ ভেতর থেকে বায়ু বাইরে আসতে পারে না, তখন এটি ব্যবহার করা যেতে পারে।

# চায়না: এটি একটি হোমিওপ্যাথিক ওষুধ যা পরিপূর্ণতা, দৃঢ়তা, ব্যথা, পুৱো পেট ফোলা এমনকি পেটে ভারাক্রান্তির মতো লক্ষণগুলি থেকে মুক্তি দিতে সহায়তা করে।

** সকল ঔষধ 30 থেকে 200  শক্তি পর্যন্ত খাওয়া যেতে পারে।

#EasyLifestyleandHomeo
#ClassicalHomeo

Author

Written by Admin

.

0 comments:

Thanks a million for visiting and your valuable review.

All posts

জেনে নিন, হোমিও চিকিৎসা কখন সেৱা ও সর্বোচ্চ কার্যকরী চিকিৎসা?

একজন সুস্থ স্বাভাবিক মানুষ দৈনন্দিন জীবনের কাজকর্ম ও জীবনযাপন নৱমাল ভাবে চলে।  কিন্তু হঠাৎ করেই যদি শরীরে কোন রকম সমস্যা দেখা দেয়। তখন স্...