ইজি লাইফ স্টাইল & হোমিও পৱিবাৱেৱ পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ। পবিত্র রমজান মাসে রোজা রাখার পর আনন্দময় ঈদে আমৱা সবাই ভাল-মন্দ খাবার খেয়ে থাকি। পুরো রমজান জুড়ে দিনের বেলা খাবাৱ না খাওয়া এবং ঈদের দিন হঠাৎ করে অতিরিক্ত তৈলাক্ত ও মসলাদাৱ মাংস, পোলাও বা ভাজাপোড়া খাবার খাওয়ায় অনেকেরই পেটের সমস্যা দেখা দেয়। শুরু হয় পেটে গ্যাস, বদহজম, পেট ফোলা ও পাতলা পায়খানা। ঘাবড়ে না গিয়ে খুব সহজেই হোমিও চিকিৎসায় পরিত্রান পাওয়া সম্ভব । কেননা কারণ ভিত্তিক চিকিৎসায় হোমিও খুবই কার্যকরী। যারা হোমিও অনুরাগী ও হোমিও চিকিৎসায় অভ্যস্ত। তারা বাড়িতে হোমিও দু'চারটা ঔষধ কাছে ৱাখতে পাৱেন। যেমন নাক্স ভোম, লাইকোপোডিয়াম, কার্বোভেজ, পালসেটিলা, চায়না ইত্যাদি। ঈদের দিন মাংস, ভাজা পোড়া বেশি খেয়ে ফেলেছেন। শেষ ৱাতে বা সকাল থেকে শুরু হয়ে গেল পেটে ব্যথা ও পাতলা পায়খানা। 2/3 ডোজ নাক্স ভূমিকা খেয়ে নেন, দেখবেন ভালো হয়ে গেছে। ছেলেদের ক্ষেত্রে এই ঔষুধ টা খুবই ভালো কাজ করে। আবাৱ অতিরিক্ত চর্বি ও মশলাদার খাবার খেয়ে যদি রাতের প্রথম প্রহর থেকেই পাতলা পায়খানা বা পেটের সমস্যা দেখা দেয় তাহলে খেয়ে নিন পালসেটিলাৱ 2/3 ডোজ। মেয়েদের ক্ষেত্রে ঔষুধ টা চমৎকার কাজ করে। যদি দেখেন উপরের পেট ফুলে/চাপ ধৱে আছে। সেইসাথে ঢেকুর উঠছে এবং পায়ু দিয়ে বায়ু নিঃসরণ হচ্ছে। কিন্তু আরাম হচ্ছে না। এক্ষেত্রে লাইকোপোডিয়াম। আর তলপেটে গ্যাসে ফুলে উঠলে এবং অস্বস্তি বোধ মনে হলে কার্বোভেজ। পুরো পেট গ্যাসে বেশি ফুলে উঠলে, পেটের মধ্যে গুৱগুৱ শব্দ হলে এবং পেট নিয়ে খুব অস্বস্তি বোধ হলে খেয়ে নিন 2/3 ডোজ চায়না। আশা করি আপনাকে নিরাশ করবে না। সকল ঔষুধের 30 থেকে 200 শক্তি ব্যবহার্য।
সবাই সুস্থ থেকে একে অপরের মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করার তৌফিক মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুক। (আমীন)
শুভেচ্ছান্তে- **ইজি লাইফ স্টাইল & হোমিও পরিবার**
#EasyLifestyleandHomeo
#ClassicalHomeo























.jpeg)






0 comments:
Thanks a million for visiting and your valuable review.