মেয়েদের মাসিক/ঋতু স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এজন্য সকল মেয়েকেই ঋতু সম্পর্কে বিস্তারিত জেনে রাখা ভালো। তাতে নিজের ঋতু ঠিকঠাক চলছে কিনা আপনি নিজেই বুঝতে পারবেন। আজকে আলোচনা করব অনিয়মিত ঋতু কি? যে নিয়মে প্রতি মাসেই একটি মেয়ের ঋতু হওয়ার কথা, তা না হয়ে যেকোনো বিশৃংখল ভাবে ঋতু হওয়াকেই অনিয়মিত ঋতু বলে। প্রতিমাসে একবার ঋতু হওয়া মানেই নিয়মিত ঋতু নয়। যেমন: কোন মাসে 21 দিনে হল, কোন মাসে 32 দিনে হল মানে নির্দিষ্ট কোন দিন পর পর হয় না, এমন ঋতুকে অনিয়মিত ঋতু বলে। যদি প্রতিমাসে আপনার 35 দিন পর পর হয় কিংবা প্রতিমাসেই আপনার 24 দিন পর পর হয়, এক্ষেত্রে এটা কে আমরা নিয়মিত ঋতু বলি। একেক মেয়ের ক্ষেত্রে একেক নির্দিষ্ট সময় পরপর ঋতু হয়, এটা স্বাভাবিক। কিন্তু কিছু কিছু মেয়ের ক্ষেত্রে এক মাস, দুই মাস, তিন মাস কিংবা নির্দিষ্ট কোন দিন তারিখ বা সময় নেই। যেকোনো সময় ঋতু হতে পারে। এটাকে আমরা অনিয়মিত ঋতু বলি। আবার কিছু মেয়ের ক্ষেত্রে এক মাসে একের অধিক বার ঋতু হয়, এটাকে ও অনিয়মিত ঋতু বলা হয়। কোন কোন মেয়ের ক্ষেত্রে এমনও দেখা যায় যে, এ মাসে ঋতুস্রাব দুই দিন হল, পরের মাসে ঋতুস্রাব আট দিন হল, অন্য মাসে পাঁচ দিন হলো, একেও অনিয়মিত ঋতু বলা হয়। তাই কোন মেয়ের অনিয়মিত ঋতু দেখা দিলে ডাক্তারের পরামর্শ নেয়া উচিত।
# অনিয়মিত ঋতুর কারণ- বিভিন্ন কারণে মেয়েদের অনিয়মিত ঋতু দেখা দেয়। এমন কি কোন মেয়ের জীবনে প্রথম ঋতু শুরু হওয়া থেকেই অনিয়মিত ঋতু দেখা দিতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েদেৱ অনিয়মিত ঋতু যেসব কারণে দেখা দেয় তা হল- হরমোন জনিত কারণ। মানে সঠিক মাত্রায় হরমোন নিঃসরণ না হওয়া কিংবা হরমোনের মাত্রা ওঠানামা করায় অনিয়মিত ঋতু দেখা দেয়। আবার জরায়ু বা ডিম্বানুতে বিভিন্ন রকমের সিস্ট হওয়ার কারণেও হতে পাৱে। তাছাড়া জরায়ুতে ফাইব্রয়েড টিউমার হওয়ার কারণেও অনিয়মিত ঋতু দেখা দেয়। কিছু কিছু মেয়ের ক্ষেত্রে মানসিক স্ট্রেস বা মানসিক চাপের জন্যও অনিয়মিত ঋতু দেখা দেয়। এমনকি বিভিন্ন জন্মনিয়ন্ত্রণ পদ্ধতিৱ কারণেও মেয়েদের অনিয়মিত ঋতু দেখা দেয়। তাই প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই অনিয়মিত ঋতু থেকে সতর্ক থাকা উচিত।























.jpeg)






গুৱুত্বপূণ পোস্ট। ধন্যবাদ
উত্তরমুছুন