বিজ্ঞানের এই মহাজগতে দিন দিন নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার হচ্ছে। জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির জন্য ও হরেক রকম প্রযুক্তি আবিষ্কার হয়েছে। হরেক রকমের পিল, কনডম, ইঞ্জেকশন, কপার টি, রিং সহ অসংখ্য পদ্ধতি। আৱ পদ্ধতিগুলোর বিভিন্ন রকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়। তারপরও পরিবার পরিকল্পনার জন্য পদ্ধতি গুলো গ্রহন করতে হয়। কিন্তু পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত ও 99% ঝুকিহীন জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি রয়েছে হোমিওপ্যাথিতে। কিন্তু হোমিও সম্পর্কে/ হোমিও সেবা সবার দ্বারপ্রান্তে এখনো পৌঁছাতে পারেনি। যার ফলে হোমিওৱ এই জন্মনিয়ন্ত্রণ পদ্ধতিটা সবাই ব্যবহার করে না। তাই এত সহজ পদ্ধতি একবার ব্যবহার করে দেখেন।
হোমিওতে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি করবেন যেভাবে- খুব অল্প খরচে, খুব সহজে, পার্শ্ব প্রতিক্রিয়াহীন, ঝামেলাহীন হোমিওপ্যাথিৱ এই জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি। খাবার লবণ থেকে তৈরি এই ওষুধটিৱ নাম নেট্রাম মিউর। এই ওষুধটির 200 শক্তি ঋতুস্রাব শেষ হওয়ার পৱ দিন সকাল থেকে পরপর তিনদিন ওষুধ খেলেই সারা মাস আর চিন্তা নেই। ওষুধ চলাকালে এই তিন দিন স্বামী স্ত্রীর মিলন থেকে দূরে থাকতে হবে ও স্ত্রীকে কাঁচা লবণ ও তেঁতুল/টক জাতীয় খাবার থেকে দূরে থাকতে হবে। কোন পরিবার যতদিন কোন সন্তান নিতে ইচ্ছুক নয় । ঠিক ততদিনই উপরের নিয়ম অনুসারে প্রতি ঋতুর পৱ ওষুধ ব্যবহার করতে হবে। একবার ওষুধ কিনলেই বছরের পর বছর চলে যাবে। এর চেয়ে সহজ জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি আর হতে পারে না। এ বিষয়ে কারো কোন প্রশ্ন থাকলে কিংবা বুঝতে পারেন নাই। তাহলে পেজের ইনবক্সে সরাসরি নক দিবেন।
0 comments:
Thanks a million for visiting and your valuable review.